You dont have javascript enabled! Please enable it! 1971.06.05 | পাক সরকার সীমান্তে কুড়িটি চেক পােস্ট স্থাপন করবে | কালান্তর - সংগ্রামের নোটবুক

পাক সরকার সীমান্তে কুড়িটি চেক পােস্ট স্থাপন করবে

নয়াদিল্লী ৪ মে (ইউ-এন-আই) পাকিস্তানের সামরিক সরকার ভারত-বাঙলাদেশ সীমান্ত বরাবর ২০টি চেকপােস্ট স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। ভারত থেকে শরণার্থীরা আবার যাতে বাঙলাদেশে ফিরে যেতে না পারে তার জন্যই এই চেকপােস্টগুলি স্থাপন করা হবে।
পাকিস্তানের এসােসিয়েটেড প্রেস উপরােক্ত সংবাদটি দিয়েছে।
খুলনার সাতক্ষীরা, যশােরের বেনাপােল, কুষ্টিয়ার চুয়াডাঙ্গা ও মেহেরপুর, রাজশাহীর কোদাগরী, রােহনপুর, ধনরীহাট, দিনাজপুরের ঠাকুর গাঁ, পচাঘর, রংপুরের কালিগঞ্জ, ময়মনসিংহ-এর নিলতাবাড়ি ও দুর্গাপুর সিলেট জয়ন্তীপুর, কুলাউরা, কুমিল্লায় আখাউরা ও বিবিরবাজার, নােয়াখালির ফেনী ও চট্টগ্রামের টেকনাফ অঞ্চলে এই চেক পােস্টগুলি স্থাপন করা হবে বলে প্রকাশ। চেক পােস্টগুলি কবে নাগাদ খােলা হবে সে সম্বন্ধে কোনাে ঘােষণা করা হয় নি।

সূত্র: কালান্তর ৫.৬.১৯৭১