১১ মার্চ ১৯৭১ঃ মুক্তিবাহিনী গঠনের জন্য ছাত্র ইউনিয়নের আহ্বান।
ছাত্র ইউনিয়ন বুধবার ঢাকা শহরের বিভিন্ন পথসভায় বাংলার মুক্তি আন্দোলনের সফলতার জন্য গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় প্রতিরোধ কমিটি এবং মুক্তিবাহিনী গঠনের জন্য আহ্বান। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিকেল ৪ টায় এই পথ সভা শুরু হয়। সভা গুলোতে উপস্থিত ছিলেন সভাপতি নুরুল ইসলাম নাহিদ, মুজাহিদুল ইসলাম সেলিম, সলিমুল্লাহ হল সভাপতি দেলোয়ার হোসেন, রোকেয়া হল ভিপি আয়েশা খানম, কাজী রোকেয়া সুলতানা, মিস মিনু। এদিন বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে তারা কুচকাওয়াজের আয়োজন করে। কুচকাওয়াজে ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দু শতাধিক ছাত্র ছাত্রী অংশ গ্রহন করে। এখন থেকে প্রতিদিন সকাল নয়টায় এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।