You dont have javascript enabled! Please enable it! 1971.03.11 | রাজশাহীতে কামরুজ্জামান - সংগ্রামের নোটবুক

১১ মার্চ ১৯৭১ঃ রাজশাহীতে কামরুজ্জামান

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারন সম্পাদক কামরুজ্জামান রাজশাহী ভুবন মোহন পার্কে এক জনসভায় বলেছেন বাংলাদেশের মানুষকে যে কোন প্রকার বল পূর্বক শাসন শোষণ দুর্দশা থেকে রক্ষা করতে তার দল সংগ্রাম করে যাবে। দেশের সাড়ে সাত কোটি জনগন শেখ মুজিবের গতিশীল নেতৃত্ব এর পিছনে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়েছে। তিনি সাম্প্রতিক গুলিবর্ষণের ঘটনাগুলি তদন্ত করে বেবস্থা গ্রহন এবং সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেয়ার আহবান জানান। তিনি বলেন সাম্প্রতিক ঘটনাবলী এদেশের ইতিহাসে কালো অধ্যায় হিসেবে চিহ্নিত থাকবে। তিনি জনগণকে অসহযোগ আন্দোলন চালিয়ে যাবার আহবান জানান। পরে তিনি একটি শোক মিছিলে অংশ নেন।  রাজশাহী বেতার কেন্দ্র সম্পর্কে তিনি বলেন এ কেন্দ্র থেকে আন্দোলন সংক্রান্ত সংবাদ ও সঙ্গীত পরিবেশন করা উচিত। তিনি বেতার কেন্দ্রের স্টাফ কর্মকর্তাদের সাহসিকতাপূর্ণ কাজের প্রসংশা করেন।
তিনি পরে ঢাকা ফিরে আসেন।