পাক-সরকারকে সাহায্য দেওয়া অবিলম্বে বন্ধ করা উচিত
বাঙলাদেশ প্রশ্নে প্রাক্তন বৃটিশ মন্ত্রী
নয়াদিল্লী, ৩১ আগস্ট— প্রাক্তন বৃটিশ মন্ত্রী মিঃ পিটার শাের আজ এখানে বলেন যে, বাঙলাদেশ সরকারের মন্ত্রীদের সঙ্গে কথাবার্তা থেকে তিনি স্পষ্ট বুঝেছেন যে, পূর্ণ স্বাধীনতা ছাড়া পূর্ব বাঙলার আর স্বাভাবিক অবস্থা ফিরে আসতে পারবে না।
দেশে ফিরে গিয়ে তিনি… বৃটিশ হাডলস্টোন। এরা উভয়ে পশ্চিমবঙ্গ ও অন্য রাজ্যে শরণার্থী শিবির পরিদর্শন করে আসেন।
মিঃ শাের আরও বলেন যে, পাক শাসকরা বাংলাদেশ সমস্যার এক শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধানে আগ্রহী বলে তিনি মনে করেন না।
তিনি বলেন যে, এর প্রমাণ হল শেখ মুজিবর রহমানের সঙ্গে কোনাে আলাপ আলােচনার বদলে পাকশাসকরা তার বিচার করছে। শেখ মুজিবের বিচার অনেক বৃটিশ নাগরিকের কাছে উদ্বেগজনক” বলে তিনি অভিহিত করেন।
বহু শরণার্থীর সঙ্গে কথাবার্তা বলে তিনি বুঝেছেন যে, এ অবস্থায় “বড় রকমের” পরিবর্তন না ঘটলে তারা দেশে ফিরে যেতে পারেন না।
ইংল্যাণ্ডের চার্চের প্রতিনিধি হিসেবে শরণার্থীদের ত্রাণকার্য পরিদর্শন করে এসে বিশপ হাডলস্টোন ভারত সরকারের কাজের বিশেষ প্রশংসা করেন। তিনি বলেন, “মানবিক সেবায় এ হল এক ঐতিহাসিক নিদর্শন।” ইউ,এন, আই।
সূত্র: কালান্তর, ১.৯.১৯৭১