১১ মার্চ ১৯৭১ঃ আতাউর রহমান খান
জাতীয় লীগ প্রধান আতাউর রহমান খান এক বিবৃতিতে বলেছেন পশ্চিম পাকিস্তানী বন্ধুরা (নেতারা) তাদের চিন্তাধারা নতুন ছাচে সাজিয়ে নিলেই সমস্যার সমাধান সহজ হয়ে যাবে। তিনি পশ্চিম পাকিস্তানী নেতাদের এবং সামরিক বাহিনীর কর্তা বেক্তিদের আমাদের দীর্ঘদিনের স্বাধীনতা সংগ্রাম এবং ২৩ বছরের সম্পর্কের বহু উত্থান পতন ও ঘাত সংঘাতের ইতিহাসের কথা স্মরন করিয়ে দিয়ে বলিতে চাই যে জোর করে ক্রিত্তিম সম্প্রীতি রক্ষার চেষ্টা হতে বিরত থাকুন। রক্তপাত হানাহানির পথ পরিহার করুন। সেনাবাহিনী তাদের প্রবল শক্তিমত্তা দিয়ে নিরস্র বাঙ্গালীকে সাময়িক ভাবে ভীত সন্ত্রস্ত করে রাখতে পারে তাতে অনর্থক দেশের মাটি রক্তাক্ত এবং ইতিহাস কলংকিত হবে মাত্র। এই নির্মমতার পথ পরিহার করে বাস্তব কঠিন সত্যকে উপলব্দি করার জন্য পশ্চিম পাকিস্তানী নেতৃবৃন্দ ও সামরিক সরকারকে আহবান জানাই।