১০ মার্চ ১৯৭১ঃ কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মীসভা
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল প্রাঙ্গণে কেন্দ্রীয় ছাত্রলীগের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় ছাত্র লীগের প্রতি সদস্যকে সংগ্রাম পরিষদের সকল প্রকার কর্মসূচীকে সফল করার জন্য আরও ঘনিষ্ঠ মনোবল নিয়ে কাজ করার নির্দেশ প্রদান করা হয়। যে সকল গৃহে এখনও কালো পতাকা উত্তোলন করা হয়নি সে সকল গৃহে কালো পতাকা উত্তোলন করার আহ্বান জানানো হয়। আজকের মধ্যে কালো পতাকা উত্তোলন না করিলে কোন অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হলে ছাত্রলীগকে দায়ী করা যাবে না।