১০ মার্চ ১৯৭১ঃ আওয়ামী লীগ সাহায্য তহবিলে দান
প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী শবনম মুস্তারী দেশের মুক্তি আন্দোলনের স্বার্থে আওয়ামী লীগের সাহায্য তহবিলে ১০০ টাকা দান করেছেন। পরবর্তীতে তিনি এ তহবিলে রেডিও এবং টেলিভিশন থেকে উপার্জিত আয়ের ৫০% দান করিবেন বলে জানিয়েছেন। ৮ মার্চ থেকে এ সাহায্য তহবিল চালু হয়।