You dont have javascript enabled! Please enable it! 1971.12.09 | রাজশাহীতে কামরুজ্জামান বলেন রাজশাহীতে হঠাৎ সান্ধ্য আইন জারির কারণ বোধগম্য নয় - সংগ্রামের নোটবুক

৯ মার্চ ১৯৭১ঃ রাজশাহীতে কামরুজ্জামান

সামরিক কর্তৃপক্ষ রাত ৯টা থেকে রাজশাহী শহরে ৮ ঘন্টার জন্য কারফিউ জারি করেন।  রাজশাহীতে অনির্দিষ্টকালের জন্য প্রতিদিন নৈশ কারফিউ জারির পর আওয়ামী লীগ কেন্দ্রীয় সাধারন সম্পাদক কামরুজ্জামান এক বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনীকে ছাউনিতে ফিরিয়ে নেয়া হয়েছে বলে ঘোষণার পর রাজশাহীতে হঠাৎ সান্ধ্য আইন জারির কারণ বোধগম্য নয়। এই সান্ধ্য আইন জারি জনসাধারণের জন্য উস্কানি ছাড়া আর কিছু নয়। বিবৃতিতে অবিলম্বে কারফিউ প্রত্যাহারের দাবি জানানো হয়। তিনি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশের হাতে ছেড়ে দেয়ার আহবান জানান। তিনি বলেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের স্বেচ্ছাসেবকরা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনে পুলিশকে সহায়তা করবে।