৯ মার্চ ১৯৭১ঃ ছাত্রলীগ
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল ক্যান্টিনে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গৃহীত রাজনৈতিক প্রস্তাবে ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় অনুষ্ঠিত ছাত্রলীগ ও ডাকসুর নেতৃত্বে গঠিত ‘স্বাধীন বাংলাদেশ ছাত্রসংগ্রাম পরিষদ’ এর ছাত্রসভায় গৃহীত ‘স্বাধীন বাংলাদেশ’ ঘোষনার প্রস্তাব অনুমোদন করা হয়। সভায় আন্দোলনে সকল শহীদানের জন্য গভীর শোক প্রকাশ ও তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। সভায় জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে প্রদেশে স্বাধীন জাতীয় সরকার গঠন করার আহ্বান জানানো হয়। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ৪ নেতাকে দায়িত্ব অর্পণ পূর্বক স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদের উপর অর্পণ করা হয়। সারা দেশে ৯-১১ সদস্য বিশিষ্ট স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করার জন্য বলা হয়। আগামী কাউন্সিলের আগ পর্যন্ত ছাত্রলীগের নামের সাথে পূর্ব পাকিস্তান নাম বর্জন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জরুরী কাউন্সিল করে ছাত্রলীগের এই কমিটির মেয়াদ বর্ধিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।