You dont have javascript enabled! Please enable it! 1971.03.09 | ভুট্টোর অধিবেশনে যোগদান করার ব্যাপারে গোলাম আজম  - সংগ্রামের নোটবুক

৯ মার্চ ১৯৭১ঃ ভুট্টোর অধিবেশনে যোগদান করার ব্যাপারে গোলাম আজম

পূর্ব পাকিস্তান জামাতে ইসলামী সভাপতি অধ্যাপক গোলাম আজম এক বিবৃতিতে প্রদেশের সাম্প্রতিক গোলযোগের জন্য জনাব ইয়াহিয়া খান ও ভুট্টোকে দায়ী করেছেন। তিনি বলেন ইয়াহিয়া খান আবার নতুন করে জাতীয় পরিষদের অধিবেশন ডাকায় নতুন প্রশ্নের উদ্ভব হয়েছে। প্রশ্ন গুলো হচ্ছে অধিবেশন স্থগিত রাখার কারন গুলো কি দূর হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে অধিবেশন ডাকার যৌক্তিকতা কি? তিনি বলেন ভুট্টোর অধিবেশন স্থগিত করা না হলে খাইবার থেকে করাচী পর্যন্ত আন্দোলনের হুমকি, ৩ মার্চের অধিবেশন যোগদান না করার ব্যাপারে বার বার অস্বীকৃতি জানিয়ে রাজনীতির পরিবেশ বিষাক্ত করে তুললেও প্রেসিডেন্ট তার কাজে কোন দোষ খুজে পাননি। তিনি ভুট্টোর প্রতি প্রশ্ন তুলেন মুজিবের সাথে সমঝোতা ছাড়াই তিনি কি করে ২৫ মার্চের অধিবেশনে যোগ দিতে রাজি হলেন। তিনি যদি এখন কোন শর্ত ছাড়াই যোগ দিতে পারেন তবে অচলাবস্থার সৃষ্টি করেছিলেন কেন? ভুট্টো এ প্রশ্নের জবাব দিতে পারবেন না। পূর্ব পাকিস্তানের যে জানমালের ক্ষতি হয়েছে এর জন্য তারা দুজনেই দায়ী।