৯ মার্চ ১৯৭১ঃ পল্টন জনসভায় আতাউর রহমান খান
পল্টনে স্বাধীন বাংলা আন্দোলন সমন্বয় কমিটি আয়োজিত (ন্যাপ ও জাতীয় লীগ ) এক জনসভায় জাতীয় লীগ প্রধান আতাউর রহমান খান শেখ মুজিবকে বাংলায় জাতীয় সরকার গঠনের আহবান জানিয়েছেন। তিনি বলেন বাঙ্গালির আজ আর অন্য কোন দাবি নেই দাবী শুধু মুক্তির স্বাদ। তিনি বলেন কামান বন্দুক মেশিন গানে বাঙ্গালী আর ভীত নহে বাঙ্গালী এখন মরণকে জয় করিয়াছে। তাই এই জাতিকে আর দাবিয়ে রাখা চলবে না। স্বাধিকারের সংগ্রামে মানুষ এখন এক কাতারে শামিল। বক্তৃতা না দিলেও মঞ্চে ছিলেন জাতীয় লীগের সাধারন সম্পাদক শাহ আজিজুর রহমান।
নোটঃ ২৬ মার্চের পর আতাউর রহমান কারারুদ্ধ ছিলেন। শাহ আজিজ পাক জান্তার দ্বারা নিপীড়িত ( ref: abul mal abdul muhit) ছিলেন। ফলে উভয়েই সেপ্টেম্বর থেকে সরকারের অনুগত দালাল হিসাবে আত্মপ্রকাশ করেন।