৭ মার্চ ১৯৭১ঃ ঢাকায় অবস্থানরত পশ্চিম পাকিস্তানীদের গনহারে ঢাকা ত্যাগ।
যশোরে গত কয়েকদিনের আন্দোলনে ১২ জন কাবুলিওয়ালা নিহত হওয়ায় পশ্চিম পাকিস্তানীদের মধ্যে আতঙ্ক বিরাজ করায় তারা গনহারে প্রদেশ ত্যাগ করছে। অনেকেই তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রয় করে দিয়ে প্রদেশ ত্যাগের জন্য ক্যান্টনমেন্ট এ ভিড় করছে। তেজগাঁও বিমানবন্দরে এরকম ভিড় এখন প্রতিনিয়ত দেখা যাচ্ছে। কারো হাতে টিকেট কারো হাতে বিশেষ স্লিপ। আবার পশ্চিম পাকিস্তান হতে বাঙ্গালীদের জন্য টিকেট নাই। অনেক বাঙ্গালী তাদের পরিবার টিকেটের অভাবে পরিবার দেশে ফেরত পাঠাতে পারছে না। বাঙ্গালীদের টিকেট না দেওয়ার একটি অলিখিত নির্দেশ জারীর কথা বলা হচ্ছে। এমনকি পি আই এর পদস্থ একজন অফিসারও তার পরিবারকে ঢাকা পাঠাতে পারছেন না। গতকালের ফ্লাইটে ১৩ টি আসন খালি থাকলেও হাজী বেতিত কোন বাঙ্গালী আসতে পারেনি।