ডাকসু ১৯৭০
ডাকসুতে সরাসরি নির্বাচন চালু হয় ১৯৭০ থেকে। ১৯৭০ সালের ১৬ মে সেই নির্বাচন হয়েছিল। এতে অংশ নেয় ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ইসলামী ছাত্র সংঘ, বাংলা ছাত্র লীগ, এনএসএফ দোলন গ্রুপ,এনএসএফ জমির গ্রুপ, ডিএসএফ। তিন ভাগে বিভক্ত মেনন ছাত্রলীগ( পূর্ব বাংলা বিপ্লবী ছাত্র ইউনিয়ন, পূর্ব বাংলা ছাত্র ইউনিয়ন, পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন (বড়ুয়া)) নির্বাচন বর্জন করে। এই তিন গ্রুপ নির্বাচন বানচালের ব্যাপক চেষ্টা চালায়। বেশ কয়েকবার তারা সংঘর্ষে লিপ্ত হয়। তারা ছাত্র ইউনিয়ন মতিয়া গ্রুপের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে পিটিয়ে আহত করেছিল। নির্বাচনে মোট ভোটার ছিল ৮১৭৫ এর মধ্যে ছাত্রী ভোটার ছিল ১৮৭২ জন। ছাত্রলীগের প্যানেল ছিল রব মাখন, ইউনিয়নের প্যানেল ছিল আনোয়ার- সেলিম, এন এস এফ এর মাহবুব-ইকবাল(সোবহান চৌধুরী ) ছাত্র সংঘের মাসুদ আশরাফ প্যানেল প্রতিদন্ধিতা করে। ভিপি পদে ৯ জন জিএস পদে ৭ জন প্রতিদন্ধিতা করে। নির্বাচনে উল্লেখ্য যোগ্য বিষয়গুলি হল ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম মহসিন হলে মাত্র ১৭ ভোটে ছাত্রলীগের জি এস প্রার্থীকে পরাজিত করেন। এই হলে বাকী সব পদ পায় ছাত্রলীগ। সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী ডাকসুতে বিদ্রোহী ছাত্রলীগ/ বাংলা ছাত্রলীগের জিএস প্রার্থী হয়ে শোচনীয় পরাজয় করেন। কাদেরিয়া বাহিনীর সেকেন্ড কম্যান্ডার আনোয়ারুল আলম এসএম হলে জিএস নির্বাচিত হন। রোকেয়া হলে ছাত্রলীগের রাফিয়া আখতার ডলি(৭০,৭৩ এর এমপি) ছাত্র ইউনিয়নের আয়েশা খানমের কাছে হেরে যান।