You dont have javascript enabled! Please enable it! 1971.03.06 | প্রেসিডেন্ট ইয়াহিয়া খান দুপুরে ১২ মিনিটের এক বেতার ভাষণে ২৫ মার্চ জাতীয পরিষদের অধিবেশন আহ্বান করেন - সংগ্রামের নোটবুক

৬ মার্চ ১৯৭১ঃ প্রেসিডেন্ট ইয়াহিয়া খান

প্রেসিডেন্ট ইয়াহিয়া খান দুপুরে ১২ মিনিটের এক বেতার ভাষণে ২৫ মার্চ জাতীয পরিষদের অধিবেশন আহ্বান করেন। ভাষণে তিনি বলেন, যাই ঘটুক না কেন যতদিন পর্যন্ত পাকিস্তানের সেনাবাহিনী আমার হুকুমে রয়েছেএবং আমি পাকিস্তানের রাষ্ট্রপ্রধান রয়েছি ততদিন পর্যন্ত আমি পূর্ণাঙ্গ ও নিরঙ্কুশভাবে পাকিস্তানের সংহতির নিশ্চয়তা বিধান করবো। আগে পরিষদের অধিবেশন স্থগিতের ব্যাপারে তিনি বলেন শাসনতন্ত্র প্রনয়নের মত পরিবেশ তখন ছিল না। পশ্চিম পাকিস্তানের প্রায় সকল সদস্য সে অধিবেশনে যোগ দিতে অনিচ্ছুক ছিলেন। তিনি বলেন শাসনতন্ত্রের চেয়ে এলএফও এর গুরুত্ব অনেক বেশী। তিনি গুটি কয়েক নেতার জন্য কোটি কোটি দেশবাসীর ক্ষতি এবং দেশের অখণ্ডতা বিপন্ন করতে দিতে পারেন না।