৪ মার্চ ১৯৭১ঃ মতিয়া চৌধুরী
কেন্দ্রীয় শহীদ মিনারে নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্তে ছাত্র ইউনিয়ন আয়োজিত এক বিশাল ছাত্র সমাবেশে মতিয়া চৌধুরী ঘোষণা করেন বাংলার মাটিতে প্রেসিডেন্ট আহুত পার্লামেন্টারি নেতৃবৃন্দের সম্মেলন অনুষ্ঠিত হতে দেয়া হবে না। তিনি বলেন জাতীয় পরিষদের অধিবেশন আহবানের জন্য আমরা আর প্রেসিডেন্ট এর কাছে অনুরধ করব না। সভায় স্বাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শপথ গ্রহন করা হয়। মতিয়া চৌধুরী বলেন বাংলার মানুষ এখন একদফার সংগ্রামের প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন প্রস্তাবিত পার্লামেন্টারি নেতৃবৃন্দের সম্মেলন হচ্ছে বাংলার মানুষের স্বাধিকার আন্দোলনকে নস্যাৎ করার একটি ঘৃণ্য ষড়যন্ত্র। সভায় ছাত্র নেতা মুজাহিদুল ইসলাম সেলিম বক্তব্য প্রদান করেন। সভা শেষে একটি জঙ্গি মিছিল বের করা হয়।