পাকিস্তানকে সাহায্য বন্ধ করার জন্য লেবার পার্টির প্রস্তাব
ব্রাইটন, ৭ অক্টোবর (এ,পি)- পূর্ববাংলার জনগণের উপর ইয়াহিয়া গােষ্ঠী যে তীব্র অত্যাচার চালাচ্ছে তার নিন্দা করে বৃটেনের লেবার পার্টির বাৎসরিক সম্মেলন থেকে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। অবিলম্বে সামরিক দমননীতির অবসান ঘটানাের দাবি জানিয়ে বাঙলাদেশ সংকটের রাজনৈতিক সমাধানের জন্য শেখ মুজিবর রহমান সমেত সকল রাজনৈতিক নেতাকে মুক্তি দেবার দাবি ও প্রস্তাব জানানাে হয়েছে। বৃটিশ লেবার পার্টি প্রস্তাব করে যে, যতদিন না পূর্বাঙলার জনগণের পছন্দসই রাজনৈতিক সমাধান হচ্ছে ততদিন। পর্যন্ত সকল দেশের পাকিস্তানকে সাহায্য দেওয়া স্থগিত রাখা দরকার। পার্টি আরাে প্রস্তাব করেছে শরণার্থীদের জন্য অধিকতর বৃটিশ ও আন্তর্জাতিক সাহায্য প্রেরণ করা প্রয়ােজন।
ইউরােপের নিরাপত্তা
নীতিগত বিষয়ক এক ঘােষণায় লেবার পার্টি দাবি জানিয়েছেন যে, এক বৎসরের মধ্যে পশ্চিম ও পূর্ব ইউরােপে বৃটিশ সামরিক শক্তি হ্রাস করতে হবে। এই বিবৃতিতে সৈন্য হ্রাস করা সম্পর্কে ইউরােপীয় সম্মেলনে প্রস্তুতি দ্রুততর করবার জন্য আবেদন জানানাে হয়েছে। সামরিক কর্মসূচী ব্যয় কমানাের জন্যও বিবৃতিতে বলা হয়েছে।
সূত্র: কালান্তর, ৮.১০.১৯৭১