২ মার্চ ১৯৭১ঃ করাচীতে জুলফিকার আলী ভুট্টো
জুলফিকার আলী ভুট্টো করাচীতে এক বিবৃতিতে বলেছেন তিনি পূর্ব পাকিস্তানে যেয়ে শেখ মুজিবের সাথে আলোচনার জন্য সব সময় প্রস্তুত আছেন। তিনি বলেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করায় তেমন কোন ক্ষতি হয়নি। পরিষদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়নি। শীর্ষ দুই দল শাসনতন্ত্র নিয়ে ঐক্যমতে পৌছলেই কেবল অধিবেশন বসতে পারে। তিনি বলেন পরিষদ দ্বিকক্ষ বিশিষ্ট হওয়া উচিত। তিনি বলেন তার দল শক্তিশালী কেন্দ্র নহে ফেডারেল কেন্দ্র চায়। তিনি বলেন তার দলের আগামীকালের বৈঠকে যদি সিদ্ধান্ত হয় তার এখনি মুজিবের সাথে আলোচনায় বসা উচিত তাহলে তিনি বিলম্ব না করেই ঢাকা রওয়ানা হবেন। তিনি বিকেলে প্রেসিডেন্ট ইয়াহিয়ার সাথে সাক্ষাৎ করেন। এ সময়ে তার সাথে দলের সেক্রেটারি জালাল আব্দুর রহিম, মমতাজ আলী ভুট্টো, হাফিজ পীরজাদা, গোলাম মোস্তফা খার উপস্থিত ছিলেন।