সংবাদ
১৯শে ফেব্রুয়ারি ১৯৬৯
পিণ্ডির উদ্দেশ্যে লাহোর যাত্রার প্রাক্কালে তাজুদ্দীন আহমেদ বলেন :
ষড়যন্ত্র মামলা হইতে মুক্তি দেওয়া হইলেই শেখ মুজিব গোলটেবিলে যাইবেন
(নিজস্ব বার্তা পরিবেশক)
আজ (বুধবার) রাওয়ালপিণ্ডি প্রেসিডেন্ট ভবনে দেশের রাজনৈতিক সদস্যাবলী ও গণতান্ত্রিক প্রশ্নে সরকার ও বিরোধীদলসমূহের মধ্যে গোলটেবিল বৈঠক শুরু হওয়ার কথা। এই ব্যাপারে ‘পিণ্ডির উদ্দেশ্যে লাহোর যাত্রার প্রাক্কালে গতকাল (মঙ্গলবার) পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজুদ্দীন আহমেদ সাংবাদিকদের নিকট বলেন যে, আগরতলা ষড়যন্ত্র মামলা হইতে মুক্তি দেওয়া হইলেই শেখ মুজিবর রহমান গোলটেবিলে যোগদানের জন্য ‘পিণ্ডি গমন করিবেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন যে, দলীয় সিদ্ধান্ত হইল: আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার ও মুক্তি প্রদান করা হইলেই শেখ মুজিব গোলটেবিলে যাইবেন।
শেখ মুজিবর রহমান গোলটেবিলে যোগদান করিতেছেন বলিয়া গতকাল (মঙ্গলবার) স্থানীয় এক দৈনিকে যে খবর প্রকাশিত হইয়াছে, তৎসম্পর্কে জানিতে চাওয়া হইলে আওয়ামী লীগ সম্পাদক বলেন, “এই ব্যাপারে এখন কোন মন্তব্য আমি করব না। তবে ‘পিণ্ডিতে গিয়া আমি বিষয়টি যাচাই করিয়া দেখিব এবং প্রয়োজনরোধে একটি বিবৃতিও দিব।”
জানা গিয়াছে যে, লাহোরে অনুষ্ঠিত গণতান্ত্রিক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে ঢাকা প্রত্যাবর্তনের পর জনাব তাজুদ্দীন শেখ মুজিবের সহিত কয়েক দফা সাক্ষাৎ করেন। গতকালও তিনি ক্যান্টনমেন্টে শেখ মুজিবের সহিত সাক্ষাৎ করিয়া সোজা বিমানবন্দরে আসেন। সাংবাদিকদের নিকট তিনি প্রকাশ করেন যে, তিনি যে শেখ মুজিবর রহমানের বার্তা বহন করিয়া লইয়া যাইতেছেন, উহাতে কোন সন্দেহ নাই। তবে, উহা ‘বিশেষ ধরনের’ কিছু নহে এবং ‘পিণ্ডির সংশ্লিষ্ট মহলকেও ইতিমধ্যে উহা জানান হইয়াছে। তিনি বলেন যে, গণতান্ত্রিক সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দের সহিত আলোচনার জন্যই তিনি ‘পিণ্ডি যাইতেছেন। উল্লেখ্য যে, পাকিস্তান আওয়ামী লীগের আহ্বায়ক জনাব কামরুজ্জামান এম,এন,এ এবং পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ নজরুল ইসলামও গতকাল (মঙ্গলবার) লাহোর হইতে ‘পিণ্ডি গমন করিয়াছেন।
জনাব তাজুদ্দীন আরও বলেন যে, কেন্দ্রীয় ‘ডাক’ বৈঠকে আওয়ামী লীগের পক্ষে শেখ মুজিবর রহমানকেই গোলটেবিল বৈঠকের প্রতিনিধি নির্বাচিত করা হয় এবং প্রেসিডেন্ট আইয়ুবও উহা মানিয়া লইয়াছেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন যে, শেখ মুজিবর রহমান গোলটেবিলে যোগদান করিলে আওয়ামী লীগের অপর একজন প্রতিনিধিকে তিনিই মনোনয়ন দান করিবেন। তিনি বলেন, আওয়ামী লীগ বৈঠকে যোগদান করিলে শেখ মুজিবর রহমান অবশ্যই সেখানে থাকিবেন। তিনি জানান যে, আওয়ামী লীগের অপর প্রতিনিধি তিনিও হইতে পারেন।
সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯