You dont have javascript enabled! Please enable it! 1971.10.08 | সান্ধ্য স্ট্যান্ডার্ড, ৮ অক্টোবর, ১৯৭১ ভারতে আরও শরনার্থি আসতে পারে - সংগ্রামের নোটবুক

সান্ধ্য স্ট্যান্ডার্ড, ৮ অক্টোবর, ১৯৭১
ভারতে আরও শরনার্থি আসতে পারে

কলকাতা। শুক্রবার। ভারতে পূর্ব পাকিস্তানের শরণার্থী সংখ্যা ইতিমধ্যে নয় মিলিয়ন পেরিয়ে গেছে যা আগামী তিন মাসে আরও বাড়তে পারে।

পর্যবেক্ষকরা এর দুটি কারণ বের করেছেন – দুর্ভিক্ষ এবং সামরিক ক্রিয়াকলাপ।

পাকিস্তানী আর্মি বা পূর্ব পাকিস্তানের মুক্তিবাহিনী এদের যে কেউ যদি তাদের কর্মকান্ড বাড়ায় তাহলেই উদ্বাস্তু আসা বাড়তে থাকবে। মার্শাল ল ক্র্যাক ডাউন শুরু হবার পর থেকে ৬ মাস ধরে দিনে ১৫০০০ থেকে ৪০০০০ শরনার্থি প্রবেশ করছে।

পর্যবেক্ষকরা আশা করছেন পাকিস্তানি সেনাবাহিনী এমাসের শেষে অথবা নভেম্বর এর শুরুতে বর্ষা শেষে পানি সরে গেলে আরও আক্রমণাত্মক হবে।

সংগ্রাম
মুক্তিবাহিনী নিঃসন্দেহে আগামী ৬ মাসকে স্বাধীনতার সংগ্রামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচনা করছে।

কিছু পর্যবেক্ষক দক্ষিণ ভিয়েতনামের আক্রমণের সাথে তুলনা করছেন।
কিন্তু পার্থক্য হচ্ছে মুক্তিবাহিনীর কাছে ভারী অস্ত্র নেই যা ভারতের কাছে চাইলেও তেমন পাওয়া যাচ্ছেনা।

তার পরেও ধারণা করা হচ্ছে তীব্রতর গেরিলা কার্যকলাপ দিয়েই পাকিস্তানি সামরিক উদ্যোগ মোকাবেলার জন্য গুরুতর প্রচেষ্টা চালানো হচ্ছে।

শরণার্থীদের অনিবার্যভাবে প্রবেশের ফলে ভারতের আভ্যন্তরীণ পরিবেশ আরও খারাপ দিকে যাবে। (রয়টার)