২৮ ফেব্রুয়ারী ১৯৭১ঃ মার্কিন রাষ্ট্রদূত জোসেফ ফারলেন্দ মুজিবের সাথে সাক্ষাৎ করেছেন
মার্কিন রাষ্ট্রদূত জোসেফ ফারলেন্দ শেখ মুজিবের সাথে তার বাসভবনে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতকাল ৪৫ মিনিট স্থায়ী ছিল।
নোটঃ পাকিস্তান সরকারের পক্ষে দুতিয়ালি করতে ঢাকায় আসেন ফারলেন্দ। এই বৈঠকেই ফারলেন্দ মুজিবকে জানিয়ে দেন পরবর্তী যে কোন পরিস্থিতিতে যেনতেন স্বাধীনতা ঘোষণা করলে মার্কিন যুক্তরাষ্ট্র তা মেনে নিবে না। ফারলেন্দ ১ মার্চ অধিবেশন স্থগিত হবে তা জানতেন এবং ১ মার্চ পরবর্তী পরিস্থিতি সামাল দিতে শেখ মুজিবের সাথে সাক্ষাৎ করেছিলেন।