You dont have javascript enabled! Please enable it! 1977.09.28 | ঢাকায় ১৯৭৭ সালের ২৮ সেপ্টেম্বর ছিনতাইকৃত জাপানী বিমানে হলিউড অভিনেত্রী ক্যারল ওয়েলস এর স্বামী জন গ্যাব্রিয়েলও ছিলেন - সংগ্রামের নোটবুক

ঢাকায় ১৯৭৭ সালের ২৮ সেপ্টেম্বর ছিনতাইকৃত জাপানী বিমানে হলিউড অভিনেত্রী ক্যারল ওয়েলস এর স্বামী জন গ্যাব্রিয়েলও ছিলেন। ছিনতাইকারী জাপানী রেড আর্মি তাকে ইহুদী হিসেবে সন্দেহ করে এবং মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের বন্ধু হিসাবে জানতে পেরে তার উপর সবচে বেশী চড়াও হয়েছিল। জন গ্যাব্রিয়েল একজন ধনকুবের এবং ক্যালিফোর্নিয়ার গারফিল্ড ব্যাঙ্কের চেয়ারম্যান ছিলেন। বিমানে থাকা কালীন তার এবং তার স্ত্রী ক্যারলের হাতে মহামূল্যবান হীরের আংটিও ছিল। গ্যাব্রিয়েল মুত্রথলির সংক্রমণের রোগী ছিলেন তাই তিনি আগে ভাগেই মুক্তি পেয়েছিলেন। দাবী আদায়ে ছিনতাই কারীরা প্রথম জিম্মি হিসেবে তাকেই হত্যার জন্য বেছে নিয়েছিল।
নোটঃ এই ধনকুবের জালিয়াতি প্রতারনার জন্য অর্থ উপার্জনের জন্য ৮২ সালে বেশ কয়েক বছরের কারাদণ্ড ভোগ করেছিলেন।