You dont have javascript enabled! Please enable it! 1971.02.26 | বটতলায় ছাত্র সমাবেশে মতিয়া চৌধুরী - সংগ্রামের নোটবুক

২৬ ফেব্রুয়ারী ১৯৭১ঃ বটতলায় ছাত্র সমাবেশে মতিয়া চৌধুরী

ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপতি মতিয়া চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র ইউনিয়ন আয়োজিত এক ছাত্র সমাবেশে বাংলার স্বাধিকারের পক্ষে বজ্রশপথ গ্রহন করে বলেন দেশের প্রতিক্রিয়াশীল ও কায়েমি স্বার্থবাদী মহল যেমন ২৩ বছর দেশে জনগনের সরকার কায়েম করতে দেয়নি ঠিক তেমনি বর্তমান জনপ্রতিনিধিদের হাতে শাসনতন্ত্র প্রনয়ন করার অধিকার দেয়া না হয় তবে বাংলার ছাত্র সমাজ তাদের যে কোন মুল্লে প্রতিরোধ করবে। সভায় ভুট্টো ও গনরায় বান চালকারীদের হুশিয়ারি উচ্চারন করে বলা হয় তারা যদি বাংলার এই গনরায়কে গুলি আর বেয়নেটের মাধ্যমে নস্যাৎ করার অপচেষ্টা করেন তবে বাংলার মানুষ তাদের শেষ রক্তবিন্দু দিয়ে প্রতিরোধ করবে। সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি নুরুল ইসলাম নাহিদ। নাহিদ তার ভাষণে বলেন নির্বাচনের ৩ মাস হয়ে গেছে এখনও পরিষদের অধিবেশন বসেনি। ৩রা মার্চ অধিবেশন ডাকা হয়েছে এই অধিবেশন বসবে কিনা সন্দেহ আছে। সভা শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে গনতন্ত্রকে হত্যা করা চলবে না, গন রায় মানতে হবে, ৩ মার্চ অধিবেশন বসতে হবে প্রভৃতি স্লোগান দেয়া হয়।