২৬ ফেব্রুয়ারী ১৯৭১ঃ করাচীতে ইয়াহিয়া ভুট্টো সাক্ষাৎ
জুলফিকার আলী ভুট্টো টেনডো মোহাম্মদ খান হতে সড়ক পথে ফিরে করাচীস্থ প্রেসিডেন্ট ভবনে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সহিত সাক্ষাৎ করেছেন। চার ঘণ্টা ব্যাপী বৈঠকে উভয়ে দেশের শাসনতান্ত্রিক সমস্যা নিয়ে আলোচনা করেন। ভুট্টো সেখানেই মধ্যাহ্ন ভোজে অংশ নেন। সভা শেষে ভুট্টো কাউকে সাক্ষাত দেননি। সাংবাদিকরা তার ক্লিফটনের বাসায় গেলে তাদের জানানো হয় তিনি ঘুমিয়ে আছেন। আগামী কাল ভুট্টো লাহোর যাবেন তবে এডমিরাল আহসান যদি শেখ মুজিবকে ভুট্টোর সাথে আলোচনার জন্য করাচী সফরে রাজী করাতে সক্ষম হন তবে তিনি লাহোর সফর বাতিল করবেন।