You dont have javascript enabled! Please enable it! 1971.02.25 | পিপিপি জাতীয় পরিষদ বর্জন করেনি—ভুট্টো - সংগ্রামের নোটবুক

২৫ ফেব্রুয়ারী ১৯৭১ঃ পিপিপি জাতীয় পরিষদ বর্জন করেনি—ভুট্টো

সিন্ধুর হায়দ্রাবাদের টেনডো মোহাম্মদ খানে এক দলের সিন্ধু সভাপতি মীর রসুল বক্স তালপুরের সভাপতিত্তে আয়োজিত জনসভায় ভুট্টো বলেন তার দল পরিষদের অধিবেশন বর্জন করেনি তবে তাদের মতামত শ্রবন করা হলে এবং যুক্তি সঙ্গত হলে তা গ্রহনের নিশ্চয়তা দেয়া হলে তার দলের সদস্যরা পরিষদের অধিবেশনে যোগ দিবেন। তিনি বলেন একটি কার্যকরী শাসনতন্ত্র এবং জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর তার দলের ঐকান্তিক কামনা। রসুল বক্স তালপুর সেখানে বলেন সিন্ধুতে প্রাদেশিক ভাষা হবে সিন্ধী উর্দু সেখানে অন্যতম জাতীয় ভাষা হিসেবে থাকবে।