You dont have javascript enabled! Please enable it! 1971.02.25 | দেশের রাজনৈতিক সংকটে মওলানা শামসুদ্দিন আহমেদ কাসেমি - সংগ্রামের নোটবুক

২৫ ফেব্রুয়ারী ১৯৭১ঃ দেশের রাজনৈতিক সংকটে মওলানা শামসুদ্দিন আহমেদ কাসেমি

পূর্ব পাকিস্তান জমিয়তে উলামা ইসলাম সাধারন সম্পাদক মওলানা শামসুদ্দিন আহমেদ কাসেমি এক বিবৃতিতে পশ্চিম পাকিস্তানী নেতাদের উদ্দেশে বলেন আপনারা যদি এক পাকিস্তানে বিশ্বাসী থাকেন তবে ষড়যন্ত্রের পথ পরিহার করে নিয়মতান্ত্রিক ভাবে শাসনতান্ত্রিক সমস্যা সমাধানে এগিয়ে আসুন। তিনি কতিপয় পশ্চিম পাকিস্তানী নেতাদের জাতীয় পরিষদ বর্জনের সিদ্ধান্তের কথা উল্লেখ করে বলেন তারা নিয়মতান্ত্রিক পথে দেশের সমস্যা সমাধানে আগ্রহী নহে, তারা প্রাসাদ ষড়যন্ত্রেই আগ্রহী বেশী। তিনি তাদের কঠোর হুশিয়ারি উচ্চারন করে বলেন জনগনের নিকট ক্ষমতা হস্তান্তর রোধের ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না।  এদিকে পেশোয়ারে দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয় জমিয়ত আসন্ন পরিষদ অধিবেশনে যোগ দিবে তবে সংখ্যাগরিষ্ঠ দল শাসনতন্ত্র জোর করে চাপিয়ে দিলে তার দল অধিবেশন বর্জন করবে।