You dont have javascript enabled! Please enable it! 1971.02.24 | সর্বদলীয় সম্মেলন ডাকুন – মুফতি - সংগ্রামের নোটবুক

২৪ ফেব্রুয়ারী ১৯৭১ঃ সর্বদলীয় সম্মেলন ডাকুন – মুফতি

জমিয়তে উলামা ইসলাম সাধারন সম্পাদক মুফতি মেহমুদ পেশোয়ারে বলেছেন সকল দল অর্থনৈতিক বিশেষজ্ঞ সমন্বয়ে বৈঠক ডাকার জন্য ইয়াহিয়া খানের প্রতি অনুরোধ জানিয়েছেন। ৩রা মার্চের অধিবেশনে একটি গ্রহণযোগ্য সর্বসম্মত শাসন তান্ত্রিক ফরমুলা প্রনয়নের জন্য এ প্রচেষ্টা আবশ্যিক হয়ে পড়েছে। সম্মেলন দেশের যে কোন স্থানে ডাকা যেতে পারে। এ ধরনের বৈঠক ব্যর্থ হলে প্রেসিডেন্ট এর জাতীয় পরিষদের অধিবেশনের তারিখ পরিবর্তন করা ঠিক হবে। তিনি বলেন এখন দেশের অস্তিত্ত বিপন্ন তাই জনগনের দেশের সংহতি রক্ষায় এগিয়ে আসতে হবে। পশ্চিম পাকিস্তানী নেতৃবর্গের সাথে মার্কিন রাষ্ট্রদূত জেমস ফারলেনড এর বৈঠকের প্রসঙ্গ তুলে তিনি বলেন এ ধরনের বৈঠক অত্যন্ত ইঙ্গিতবহ।