You dont have javascript enabled! Please enable it!

২৩ ফেব্রুয়ারী ১৯৭১ঃ পশ্চিম পাকিস্তান জামাত

জামাতে ইসলামীর আমির মওদুদি লাহোরে স্থানীয় এক পত্রিকার সাথে সাক্ষাৎকারে বলেছেন ৬ দফার ব্যাপারে জামাত এখনও দলীয় অবস্থান পরিবর্তন করে নাই। জামাত প্রথম হতেই ৬ দফা সমর্থন করেনি।  পেশোয়ারে সীমান্ত প্রদেশ জামাতে ইসলামী মজলিশে শুরা জুলফিকার আলী ভুট্টোকে শাসনতন্ত্র প্রণয়নে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য অভিযুক্ত করেন। শুরা বলে জুলফিকার আলী ভুট্টোর উচিত ছিল জাতীয় পরিষদে বসে শাসনতান্ত্রিক বিরোধ নিষ্পত্তি করা। প্রাদেশিক জামাত আমির সরদার আলী খান সভায় সভাপতিত্ব করেন।