২২ ফেব্রুয়ারী ১৯৭১ঃ মুজিবের সাথে বৈঠক শেষে রাওয়ালপিন্ডিতে মুফতি এবং হাজারভি
জমিয়তে উলামা ইসলাম এর হাজারভি গ্রুপ প্রধান মুফতি মেহমুদ ঢাকায় শেখ মুজিবের সাথে ২য় সাক্ষাৎ শেষে রাওয়ালপিন্ডিতে ফিরে সাংবাদিকদের বলেন আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবের সাথে তার বৈঠকে এমন ধারনা জন্মেছে যে সংখ্যাগরিষ্ঠতার জেরে আওয়ামী লীগ অন্যান্য প্রদেশ গুলোর উপর শাসনতন্ত্র চাপিয়ে দিতে চায় না। তার দল জাতীয় পরিষদে অংশ নিবে কিনা তা দলের জাতীয় কর্ম পরিষদের ২৫ তারিখের বৈঠকে সিদ্ধান্ত হবে তবে এখন পর্যন্ত পরিষদে যোগ দেয়ার আগের সিদ্ধান্ত বহাল আছে। তিনি বলেন তারা মুজিবের সাথে আলোচনার ফলাফল কেন্দ্রীয় কমিটিকে অবহিত করবেন। তারা বলেন মুজিবের সাথে কর, বৈদেশিক বাণিজ্য, মুদ্রা ব্যবস্থা নিয়েই আলোচনা করেছেন। কেন্দ্রকে শক্তিশালী রাখার ব্যাপারে তারা মুজিবকে চাপ প্রয়োগ করেছেন বলে জানান।