মুক্তিযুদ্ধে হেরে নিক্সনের মনোকষ্ট (গোপন টেলিফোন আলাপের অডিও)
মুক্তিযুদ্ধে শুধু পাকিস্তান হারেনি। পরাজিতের লিস্টে আমেরিকাও ধর্তব্য। কারণ বলতে গেলে লুঙ্গি কাছা মেরে সাহায্য করছিলো তারা পাকিস্তানকে। জাতিসঙ্ঘ থেকে গেরিলা ময়দান। আমেরিকার সেই কষ্ট ফাঁস হয়ে পরে ২১ ডিসেম্বর ১৯৭১ এ নিক্সনের একটি গোপন টেলিফোনে। এখানে সে বারবার ইন্দিরা সম্পর্কে বলে “She is tough.” এবং সে স্বীকার করে পরাজিত হওয়া ছাড়া কিছু করার ছিলো না। শুনতে পারেন। অনেক ভালো লাগবে।
কথোপকথনের অডিও
Video Player
00:00
00:00