You dont have javascript enabled! Please enable it!

২১ ফেব্রুয়ারী ১৯৭১ঃ পেশোয়ারে ফিরে মাস্টার খান গুল বলেন

ঢাকায় নিখিল পাকিস্তান আওয়ামী লীগের কার্যকরী সভায় অংশগ্রহণ শেষে পেশোয়ার বিমানবন্দরে ফিরে সাংবাদিকদের নিখিল পাকিস্তান আওয়ামী লীগ সহ সভাপতি মাস্টার খান গুল বলেন আওয়ামী লীগের ৬ দফা কর্মসূচী শাসনতন্ত্র নহে। জাতীয় পরিষদে আওয়ামী লীগ যে শাসনতন্ত্র দাখিল করবে তা পরিবর্তন পরিবর্ধন করার সুযোগ থাকবে। উহার কিছু দফা যদি অবাস্তব হয় তবে পরিষদেই উহা সংশোধন করা যাবে। তিনি বলেন শাসনতন্ত্র ৬ দফার উপরেই হবে। কেন্দ্র যাতে প্রদেশ গুলোকেশোষণ করতে না পারে তজ্জন্য কেন্দ্রের ক্ষমতা সীমাবদ্ধ করাই ৬ দফার উদ্দেশ্য। ভুট্টো সম্প্রতি পাকিস্তানে যে তিন শক্তির কথা উল্লেখ করেছেন তার প্রতিবাদ জানিয়ে গুল বলেন পাকিস্তানের শক্তি জাতীয় পরিষদের ৩১৩ জন। সশস্র বাহিনিকে রাজনীতিতে আনা ভুট্টোর গর্হিত এবং অন্যায় কাজ। ভবিষ্যৎ শাসনতন্ত্র আওয়ামী লীগ বা শেখ মুজিবের ব্যক্তিগত সম্পত্তি নয়। এই শাসনতন্ত্রে পশ্চিম পাকিস্তানের প্রতি কোন ঈর্ষা দেখানো হচ্ছে না। পাঁচ প্রদেশের জন্য এক উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চয়তা বিধানই এই শাসনতন্ত্রের উদ্দেশ্য।