You dont have javascript enabled! Please enable it! 1971.02.21 | ২১ ফেব্রুয়ারী ১৯৭১ঃ শহীদ মিনারে শেখ মুজিবুর রহমান - সংগ্রামের নোটবুক

২১ ফেব্রুয়ারী ১৯৭১ঃ শহীদ মিনারে শেখ মুজিবুর রহমান

শহীদের মাজার জিয়ারত শেষে আজিমপুর কবরস্থান হতে দীর্ঘ মশাল মিছিলের সাথে আগমন করে গতকাল রাত ১২ টার পর শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের পর সমবেত হাজারো জনতার উদ্দেশে ভাষণ দান কালে আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান বাংলার জনগনের প্রতি চরম ত্যাগের প্রস্তুতির আহবান জানিয়ে বলেন জননী জন্মভুমির বীর শহীদদের নামে শপথ নিয়ে ঘোষণা করছি রক্ত দিয়ে হলেও বাংলার স্বাধিকার আদায় করব। তিনি বলেন ষড়যন্ত্রকারীরা সেই ৫২ সাল থেকেই শুরু করে বাংলার ছাত্র, কৃষক, শ্রমিককে হত্যা করেছে। যারা ২৩ বছর যাবত বাঙ্গালির রক্ত মাংশ শুষে খাচ্ছে বাংলার স্বাধিকার আন্দোলন বানচালের জন্য বাঙ্গালীদের চিরতরে গোলাম করে রাখার জন্য তারা আজো ষড়যন্ত্র চালাচ্ছে। তিনি বলেন শহীদের আত্মা আজ বাংলার ঘরে ঘরে ফরিয়াদ করে ফিরছে বাঙ্গালী তুমি কাপুরুষ হইয়ো না স্বাধিকার আদায় কর। আমিও আজ এই শহীদ বেদী হতে বাংলার জনগণকে আহ্বান জানাচ্ছি প্রস্তুত হও, দরকার হয় রক্ত দিব কিন্তু স্বাধিকারের দাবীর প্রশ্নে কোন আপোষ নেই। ভাষা আন্দোলনের ইতিহাস প্রসঙ্গে তিনি বলেন ৫২ নয় ১৯৪৮ এর ১১ মার্চ থেকে ভাষা আন্দোলনের উৎপত্তি। যেদিন আমি কারান্তরালে সেদিন রাষ্ট্রভাষা বাংলার দাবীতে আমার ভাইয়েরা গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েছিল। তারা শহীদ হয়েছে। কিন্তু তারা হারিয়ে যায়নি। আজো তারা বেচে আছে আমাদের চারপাশে, চিরদিন, চিরকাল হৃদয়ে হৃদয়ে তারা বেচে থাকবেন। ভারাক্রান্ত কণ্ঠে শেখ মুজিব বলেন সামনে আমাদের কঠিন দিন। আমি আপনাদের মাঝে নাও থাকতে পারি। মানুষকে তো একদিন মরতেই হবে। আমি জানি না আবার কবে আপনাদের সামনে হাজির হতে পারব। (অংশ)