You dont have javascript enabled! Please enable it! 1971.04.03 | পাক ফৌজ পােড়ামাটি নীতি নিচ্ছে -অমিয় দেবরায় | দৈনিক আনন্দবাজার পত্রিকা - সংগ্রামের নোটবুক

পাক ফৌজ পােড়ামাটি নীতি নিচ্ছে

 অমিয় দেবরায়

আগরতলা, ২ এপ্রিল-পাক জঙ্গীশাহী এখন বাংলাদেশে পােড়ামাটি নীতি গ্রহণ করছে। বাংলা দেশের কোন একটি জায়গায় আজ জনৈক আওয়ামী লীগ নেতা ব্রাহ্মণবাড়িয়ায় গতকালের বােমাবর্ষণ সম্পর্কে আমার কাছে এই মন্তব্য করেন। তিনি বলেন, পানজাবীরা বুঝেছে বাংলা দেশের উপর তাঁদের কর্তৃত্বের দিন ফুরিয়ে এসেছে। তাই তারা এখন শুধু আমাদের সম্পদ ধ্বংস করতেই চাইছেন, জনগণের মনোেবলকেও তারা সুর্বল করে দিতে চাইছে।  গতকালের বােমাবর্ষণ সম্পর্কে তাঁর কাছ থেকে যা জেনেছি তা হল : এক। ব্রাহ্মণবাড়িয়া শহর সংলগ্ন ঋতরায় একটি কাপড় কলের উপর স্যাবরজেট বিমান থেকে একটি বােমা ফেলা হয়।

দুটি স্যাবরজেট বিমান গতকাল সন্ধ্যায় ৭-৩৫ মিনিটে পাঁচটি বােমা ফেলে। তার মধ্যে তিনটি বােমা বিকাশ নদীতে পড়ে যায়। বােমার আঘাতে কাপড় কলের একজন শ্রমিক নিহত হয়েছেন। কারখানা ও কাপড় কলের চিহ্ন পর্যন্ত নেই। বােমা বর্ষণের পরে বিমানগুলি কুমিল্লার দিকে চলে যায়। বােমাবর্ষণের পর ব্রাহ্মণবাড়িয়া শহরের লােকজন বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটতে শুরু করে। বহুলােক মারা যায়। সামরিক কায়দায় মুক্তিফৌজ একটি দল গঠন করেছেন বলে জানা গেল। ওই দলের একজন আসিয়া গত রবিবার ব্রাহ্মবাড়িয়ার কাছে কোন একটি জায়গায় পাক সেনাবাহিনীর জনৈক অফিসারকে নিহত করে। 

Reference:

এপ্রিল ১৯৭১, দৈনিক আনন্দবাজার পত্রিকা