মর্মান্তিক
ষ্টাফ রিপাের্টার
নববর্ষে এপার বাংলার আকাশ ঘন মেঘে ঢাকা। কিন্তু ওপার বাংলার আকাশে আগুন, বাতাস, বারুদের গন্ধ। আগুন ছড়াচ্ছে বর্বর জঙ্গীশাহী অবিরাম কামানে বিমানে। হাজার হাজার শিশু নারী বৃন্ধ নববর্ষের বলি হয়েছেন। পালিয়ে আসা অসহায় মানুষের কাছ থেকে কত মর্মান্তিক কাহিনী শােনা যাচ্ছে। আগরতলার পনের মাইল দূরে ভারত সীমান্তে কমলাসাগর গ্রাম। অদূরে বাংলাদেশের কসবা গ্রাম। ওই গ্রামের ষাট বছরের এক বৃদ্ধা তার শিশুপুত্রের প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে পালিয়ে এসেছেন এক বস্ত্রে। ফেলে আসতে হয়েছে অশীতিপর বৃদ্ধ স্বামীকে। নাম শ্রীযােগেন্দ্র চক্রবর্তী। অবসরপ্রাপ্ত স্কুল পরিদর্শক। জরায় পঙ্গু। তাকে কোনমতে সঙ্গে আনতে পারেন নি তিনি। বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন শ্রীমতী চক্রবর্তী। বললেন, হয়ত হানাদার নরপশুরা তাঁর বৃদ্ধ স্বামীকে ঘরের ভেতর জীবন্ত পুড়িয়ে মারবে। একদিকে পঙ্গু স্বামী, অন্যদিকে শিশুপুত্র, একজনকে বাঁচাতে গিয়ে আর এক জনকে নিশ্চিত মৃত্যুর মুখে ফেলে আসতে হল শেষে। সীমান্তে দাঁড়িয়ে দূর গ্রামের দিকে তাকিয়ে তার চোখে অঝাের ধারা।
Reference:
২৬ মার্চ ১৯৭১, দৈনিক আনন্দবাজার পত্রিকা