শ্রীহট্টে পুলিশী অত্যাচার
নিজস্ব সংবাদদাতা, করিমগঞ্জ, ২৪ মার্চ – পূর্ব পাকিস্তানের শ্রীহট্টে সশস্ত্র পুলিশ বাহিনী জনসাধারণের উপর অত্যাচার চালিয়ে প্রবল আতঙ্কের সৃষ্টি করেছে। ১৭ ও ১৮ মার্চ সশস্ত্র পুলিশ শ্রীহট্ট শহরে এক চা-বাগানে শ্রমিকদের উপর অত্যাচার চালায়। আওয়ামী লীগের শ্রীহট্ট জেলার সম্পাদক শ্রী দেওয়ান ফরিদ গাজি ও শ্রী সাদাত খাঁ গতকাল সাধারণ মানুষের উপর পানজাব রেজিমেন্টের ওই অত্যাচার ও উস্কানিমূলক কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন। ওই ব্যাপারে তারা চা বাগানের কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। শ্রীহট্ট ছাত্র সংগ্রাম পরিষদের ডাকে গতকাল এক বিরাট মিছিল বের হয়। তাদের মুখে ধ্বনি ছিল ‘বাংলাদেশের মানুষদের উপর সমস্ত অত্যাচার প্রতিরােধ করা’, ‘বাংলাদেশের মুক্তির জন্য রক্ত দাও’ ইত্যাদি। ওই মিছিলে চা শ্রমিকরাও যােগ দেন।
ছাতক-এ আওয়ামী লীগ নেতা শ্রী আবদুল হক আওয়ামী লীগ স্বেচ্ছাসেবকদের অভিবাদন গ্রহণ করেন। তিনি প্রতিক্রিয়াশীল শক্তির গােলমাল পাকানাের অপচেষ্টা বন্ধ করার আহ্বান জানান। শ্রীহট্ট জেলায় গতকাল বাংলাদেশের পতাকা উঠিয়ে সভা ও মিছিল করে ‘প্রতিরােধ দিবস’ পালন করা হয়।
Reference:
২৫ মার্চ ১৯৭১, দৈনিক আনন্দবাজার পত্রিকা