১৯ ফেব্রুয়ারী ১৯৭১ঃ চট্টগ্রামে ভাসানী
চট্টগ্রামের পাহাড়তলি শাহ জাহান মাঠে এক শ্রমিক সমাবেশে ভাসানী ভুট্টোর উদ্দেশে বলেন, আপনি পশ্চিম পাকিস্তানের জন্য শাসনতন্ত্র প্রনয়ন করুন। পূর্ব পাকিস্তানীরা তাদের জন্য কি শাসনতন্ত্র বানায় তা নিয়ে নাক গলাবেন না। তিনি বলেন পূর্ব পাকিস্তানীদের জন্য এ কাজে এটাই উপযুক্ত সময়। তিনি ভুট্টো, দৌলতানা (মুসলিম লীগের মুল অংশ প্রধান), আইউব খুররোর( মুসলিম লীগের মুল অংশের সাবেক নেতা ও সিন্ধুর প্রাক্তন মুখ্যমন্ত্রী) সমালোচনা করে বলেন এরা সারা জীবন পূর্ব পাকিস্তানকে শোষণ করার পক্ষেই কাজ করে গেছেন।