You dont have javascript enabled! Please enable it! 1971.09.22 | ২২ সেপ্টেম্বর ১৯৭১ | আজকের এদিনে (with references) - সংগ্রামের নোটবুক

1971.09.22 | ২২ সেপ্টেম্বর ১৯৭১ | আজকের এদিনে (with references)

২২ সেপ্টেম্বর ১৯৭১ আজকের এদিনে

পাকিস্তান ফরেন সার্ভিসের ৮ জন চাকরি থেকে বরখাস্ত

প্রধান সামরিক প্রশাসক জেনারেল ইয়াহিয়া খান পাকিস্তান ফরেন সার্ভিসের ৮ জন অফিসারকে বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য ঘোষণা করায় চাকরি থেকে বরখাস্ত করেন। এঁরা হলেন, ১) ইরাকস্থ সাবেক রাষ্ট্রদূত এ.এফ.এম.আবুল ফাত্তাহ্, ২) কলকাতাস্থ ডেপুটি হাইকমিশনার হোসেন আলী, ৩)জাতিসংঘস্থ সহকারী স্থায়ী প্রতিনিধি এস.এ.করিম, ৪) ওয়াশিংটনস্থ কাউন্সিলার এস.এ.এম.এস.কিবরিয়া, ৫)মোয়াজ্জেম আলী ৩য় সচিব ওয়াশিংটনস্থ পাক দুতাবাস যুক্তরাষ্ট্র, ৬) এনায়েত করিম মিনিস্টার ওয়াশিংটনস্থ পাক দুতাবাস যুক্তরাষ্ট্র, ৭) ব্রিটেনে পাকিস্তান দুতাবাসের থার্ড সেক্রেটারি মহিউদ্দিন আহমদ 8) আনোয়ারুল করিম। [*]

মন্ত্রী পরিষদের প্রথম বৈঠক

গভর্নর ডা: এ.এম. মালিকের সভাপতিত্বে সেক্রেটারিয়েটের কেবিনেট কক্ষে মন্ত্রী পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। নবনিযুক্ত মন্ত্রীরা তাদের পাকিস্তান প্রীতির নিদর্শন হিসেবে নিজেদের বেতন ভাতা কমিয়ে নেয়। গৃহসজ্জা ও আসবাব পত্রের ব্যায়ের ৫০ ভাগ কমিয়ে দেয়। মন্ত্রী পরিষদ প্রদেশে খাদ্য সরবরাহ বিতরন ব্যাবস্থা সহজতর করার সিদ্ধান্ত গ্রহন করে। সভায় গভর্নরের বেসামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলী উপস্থিত ছিলেন।
নোটঃ আসন বিন্যাসে দেখা যায় মন্ত্রীদের চেয়ে গুরুত্বপূর্ণ ছিলেন রাও ফরমান আলী। তার পরে আসন দেয়া হয় ওবায়দুল্লাহ মজুমদারকে এবং সভা শেষে সভার বিষয়াদি সাংবাদিকদের জানান ওবায়দুল্লাহ মজুমদার।
গভর্নর মালিক ও সংবাদপত্রের সম্পাদক ও বার্তা সংস্থা সমুহের প্রধানদের সাথে বৈঠক
সন্ধায় মালিক সংবাদপত্রের সম্পাদক ও বার্তা সংস্থা সমুহের প্রধানদের সাথে বৈঠক করেন। তিনি তাহাদের সাথে খোলাখুলি আলাপ করেন। বৈঠকে প্রচারণার কৌশল নির্ধারণ করে দেয়া হয়। [*]

ত্রান ও পুনর্বাসন মন্ত্রী শামসুল হক

ত্রান ও পুনর্বাসন মন্ত্রী শামসুল হক বলেছেন ক্ষতিগ্রস্ত পূর্ব পাকিস্তানীদের পুনর্বাসনে প্রাদেশিক সরকার ২৪৫ কোটি টাকার একটি পরিকল্পনা নিয়েছে। সরকার এ মধ্যে ৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এ অর্থ ফিরে আসা শরণার্থীদের পিছনে ব্যায় করার জন্য প্রত্যাবর্তন ক্যাম্প গুলোকে দেয়া হবে। অবশিষ্ট অর্থের কিছু কেন্দ্রীয় সরকার এবং কিছু কনসোর্টিয়াম এর ঋণ থেকে আসবে। [*]

৬২ জন বিদ্রোহী নিহত

পাকিস্তান সেনাবাহিনী দাবী করেছে সাতক্ষীরায় বিদ্রোহীদের ঘাটিতে সেনাবাহিনীর হামলায় ৬১ জন বিদ্রোহী নিহত হয়েছে। আটক হয়েছে ৬ জন। প্রচুর অস্রও আটক করা হয়েছে। আটক একজন ইপিআর সুবেদার। [*]

কাউন্সিল মুসলিম লীগ
কাউন্সিল মুসলিম লীগে মন্ত্রিত্ব নিয়ে বিরোধ দেখা দিয়েছে। দলের প্রাদেশিক প্রধান খাজা খয়ের নওয়াজেশ আহমেদ কিভাবে মন্ত্রী হলেন সে ব্যাপারে তার কাছ থেকে ব্যাখ্যা তলব করেছেন। [*]

কনভেনশন মুসলিম লীগ

কনভেনশন মুসলিম লীগ প্রধান ফজলুল কাদের চৌধুরী তার দলের প্রাদেশিক প্রধান শামসুল হুদাকে বহিস্কার করেছেন।[*]

বাংলাদেশ নিয়ে বিতর্ক নয়

জাতিসংঘের সাধারণ পরিষদের ২৬তম অধিবেশনের জন্য নবনির্বাচিত সভাপতি ইন্দোনেশিয়ার ড. আদম মালিক পরিষদের সভাপতি হিসেবে এদিন প্রথম সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। তিনি বলেন বাংলাদেশের সমস্যা নিয়ে সাধারণ পরিষদে বিতর্কের পক্ষপাতী নন। কারণ, এ বিতর্কের শিগগির সমাধান হবে না। তিনি বলেন, ভারত-পাকিস্তানকে একসঙ্গে বসিয়ে রাজনৈতিক সমস্যার সমাধানের জন্য চাপ দেওয়া উচিত। [*] [**]

স্বাধীনতাই একমাত্র কাম্য

জাতিসংঘে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য আবুল ফতেহ দিল্লিতে এক সংবাদ সম্মেলনে বলেছেন, বাংলাদেশের জনগণের স্বাধীনতাই একমাত্র কাম্য। বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি যে চারটি শর্ত দিয়েছে, সেগুলো মানলে তবেই রাজনৈতিক সমাধান সম্ভব: শর্তগুলি হল ১. সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের স্বীকৃতি, ২. সব পাকিস্তানি সেনা প্রত্যাহার, ৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তি, ৪. বাংলাদেশে ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দেওয়া। তিনি আরও বলেন, আন্তর্জাতিক নীতি অনুসারে গণহত্যাও একটি আন্তর্জাতিক প্রসঙ্গ।[**]

দালাল তৎপরতা

মতিউর রহমান নিজামী

সিলেট আলিয়া মাদ্রাসায় ইসলামী ছাত্রসংঘ আয়োজিত এক অনুষ্ঠানে মতিউর রহমান নিজামী বলেন সশস্র ভারতীয় অনুপ্রবেশকারী এবং তাদের স্থানীয় দোসররা দেশের অর্থনীতি বিপর্যস্ত করার জন্য যে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে তা প্রদেশের দেশপ্রেমিক যুবকরা তাদের নিশ্চিহ্ন করতে সক্ষম। তিনি বলেন বর্তমানের পরিস্থিতি আর যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে কোন পার্থক্য নেই। আমরা ভেতর ও বাইরের শত্রু দ্বারা আক্রান্ত হয়েছি। তিনি বলেন যারা ইসলামকে ভালবাসে তারাই পাকিস্তানকে ভালবাসে। তিনি বলেন ইসলামকে বাদ দিয়ে পাকিস্তান টিকে থাকতে পারেনা। তিনি বলেন বিগত ২৪ বছরে সকল সরকার মাদ্রাসা ছাত্রদের অবহেলার চোখে দেখেছে। সকল সুযোগ সুবিধা পেয়ে এসেছে কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্ররা। কিন্তু মাদ্রাসা ছাত্ররাই দেশ রক্ষায় একযোগে এগিয়ে এসেছে। কারণ তারা ইসলামকে ভালবাসে। পাকিস্তানকে ভালবাসে। অথচ এই মাদ্রাসা ছাত্ররাই সবচাইতে অবহেলিত। পক্ষান্তরে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করা সত্বেও পাকিস্তানকে ধ্বংস করার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেছে। সভায় সভাপতিত্ব করেন ইউসুফ আলী চৌধুরী। [***]

সংবর্ধনা
ঢাকা আলিয়া মাদ্রাসায় শিক্ষা মন্ত্রী আব্বাস আলী খান, রাজস্ব মন্ত্রী একেএম ইউসুফ, মৌলিক গণতন্ত্রী মন্ত্রী মোঃ ইসহাককে সংবর্ধনা দেয়া হয়েছে। সভায় ভাষণে আব্বাস আলী খান বলেন ইসলাম ও পাকিস্তান অঙ্গাগিভাবে জড়িত তাদের একটি অপরটি থেকে বিচ্ছিন্ন নয়। ইসলাম ছাড়া পাকিস্তানের কথাই চিন্তা করা যায়না। তিনি বলেন সরকার প্রদেশে ইসলামী শিক্ষা বেবস্থা চালুর একটি স্কিম হাতে নিয়েছেন।
অনুষ্ঠানে রাজস্ব মন্ত্রী একেএম ইউসুফ বলেন পাকিস্তানের শত্রুরা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। পাকিস্তানের আদর্শ ও সংহতির জন্য শত্রুদের হাতে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফেরাত কামনা করে তিনি দোয়া করেন। অনুষ্ঠানে মাদ্রাসার প্রাক্তন ছাত্র মৌলিক গণতন্ত্রী মন্ত্রী মোঃ ইসহাক সরকারী কর্মচারীদের নামাজ রোযা ও জাকাত আদায়ের আহবান জানান। তিনি মন্ত্রীদের অনুষ্ঠানে তোরণ নির্মাণ এবং ভোজসভা আয়োজন থেকে বিরত থাকার আহবান জানান। সভায় মোনাজাত করেন নেজাম সভাপতি মওলানা সিদ্দিক আহমেদ এবং বক্তব্য রাখেন নেজাম সাধারন সম্পাদক মওলানা আশ্রাফ আলী। [***]

চাদপুর জেলা শান্তি কমিটি

চাদপুর রেস্ট হাউজ ময়দানে জেলা শান্তি কমিটি এক জনসভা করে। এতে সভাপতিত্ব করেন জেলা শান্তি কমিটি সাধারন সম্পাদক গোলাম মওলা চৌধুরী এবং বক্তব্য রাখেন মওলানা শামসুল হুদা, মৌলবি সিরাজুল হক এডভোকেট এবং শহীদুল্লাহ মুকতার। [***]

নুরুল আমীন

পিডিপি প্রাদেশিক সভাপতি নুরুল আমীন করাচীতে বলেছেন পাকিস্তানের অখণ্ডতা ও সংহতির নতুন আশা নিয়ে তিনি পূর্ব পাকিস্তানে ফিরে যাচ্ছেন। তিনি বলেন তার সপ্তাহ ব্যাপী পশ্চিম পাকিস্তান সফরে জনগন ও রাজনৈতিক নেতাদের সাথে আলোচনায় তার কাছে প্রতীয়মান হয়েছে তারা যে কোন মূল্য এ পাকিস্তানের অখণ্ডতা রক্ষা করবে। তিনি বলেন জাতীয় পরিষদের অধিবেশন ডিসেম্বরে বসার সম্ভাবনা কম তা জানুয়ারীতে বসতে পারে। জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে তিনি আশাবাদী। [*]

আলী আহসান মুজাহিদ

পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্র সংঘের ভারপ্রাপ্ত সভাপতি আলী আহসান মুজাহিদ কুমিল্লা টাউন হলে এক সমাবেশে বলেছেন পূর্ব পাকিস্তানের সব ছাত্রই বিচ্ছিন্নতাবাদী নয়। তিনি বলেন ইসলামী ছাত্র সংঘের একজন কর্মী বেচে থাকতে পাকিস্তানকে ধ্বংস হতে দেয়া হবে না। তিনি বলেন ভারত নামের দেশটিকে বিশ্ব মাঞ্চিত্র থেকে মুছে বৃহত্তর পাকিস্তান কায়েম না হওয়া পর্যন্ত তারা থামবে না। প্রয়োজনে তারা অস্র নিয়ে সীমান্ত আক্রমন করবে। তিনি বলেন ইসলামী সমাজ বেবস্থা কায়েম ও ইসলামী শিক্ষা বেবস্থা চালুর জন্য ছাত্র সংঘের কর্মীরা রক্ত দিয়েছে এবং তা প্রতিষ্ঠা করে সে রক্তের প্রতিশোধ নেয়া হবে। সভায় সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র সংঘের সাবেক প্রাদেশিক সভাপতি অধ্যাপক নাজির আহমেদ। আরও বক্তব্য রাখেন কুমিল্লা জেলা সংঘ সভাপতি আনম হাসান এবং ছাত্র নেতা শামসুল হক। পরে ইসলামী ছাত্র সংঘের ভারপ্রাপ্ত সভাপতি আলী আহসান মুজাহিদ কুমিল্লা জেলা ছাত্র সংঘের কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন। [***]

ভারতের তৎপরতা

দিল্লি আন্তজার্তিক কনফারেন্স

বাংলাদেশ বিষয়ে দিল্লি আন্তজার্তিক কনফারেন্সে আগত প্রতিনিধিরা কলকাতা সফরে এসে কয়েকটি শরণার্থী শিবির পরিদর্শন করেন। এসব শিবিরে শরণার্থীরা তাদের উদ্দেশে বিক্ষোভ মিছিল করে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আফগানিস্তানের প্রতিনিধি। এদিন ৩৬ দেশের প্রতিনিধিরা বাংলাদেশের মুক্তাঞ্চল সফর করার কথা থাকলেও তা শেষ মুহূর্তে বাতিল করা হয়। তাঁরা বাংলাদেশ মিশনও পরিদর্শন করেছেন। [**]

সোভিয়েত ইউনিয়ন এর বিশেষ দুত

সোভিয়েত ইউনিয়ন এর বিশেষ দুত জারাপকিন আকস্মিক ভাবে ভারত সফরে এসেছেন। গতকালই তিনি পররাষ্ট্রমন্ত্রী সরন সিং এবং ডিপি ধরের সাথে বৈঠক করেছেন। আজ তিনি পররাষ্ট্র সচিব এসকে বন্দ্যোপাধ্যায় সহ মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। বিশেষ দুত একজন জাতিসংঘ বিশেষজ্ঞ। ভারতের প্রতিনিধি জাতিসংঘে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করবেন তা নিয়েই তারা আলোচনা করেন। দিল্লিতে এদিন ঘোষণা করা হয়, সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট নিকোলাই পদগর্নি হ্যানয়ে সফরে যাওয়ার সময় ২ অক্টোবর দিল্লিতে এক দিনের যাত্রাবিরতি করবেন। [**]

জাপানি সংসদীয় প্রতিনিধিদল

ভারত সফররত ৪ সদস্য বিশিষ্ট জাপানি সংসদীয় প্রতিনিধিদলের নেতা এবং দেশটির প্রতিনিধি সভার বিদেশ বিষয়ক কমিটির সভাপতি ওশিও সাকুরাউচি এই দিন দিল্লিতে ভারতের সাবেক কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের পক্ষে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সিদ্ধার্থ শঙ্করকে জানান, জাপান বাংলাদেশের বিষয়টি জাতিসংঘে উত্থাপন করবে। তারা ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথেও সাক্ষাৎ করেন। তারা ইন্দিরা গান্ধীকে জানিয়েছেন তার দেশের প্রধানমন্ত্রী ইসাকু সাতো বাংলাদেশের শরণার্থীদের সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে।
জাপানে বাংলাদেশ জাপান মৈত্রী সমিতি গঠন করা হয়েছে। জাপানে পাকিস্তানের দুতাবাস জাপানে বাংলাদেশ তৎপরতার বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন। মৈত্রী সমিতি চেয়ারম্যান অধ্যাপক সিওসি নারা বলেছেন পাকিস্তান দুতাবাসের ১০ জাপানী কর্মীকে পাকিস্তান দুতাবাস তাদের কার্যক্রম বন্ধে কাজ করার জন্য নিয়োগ করেছে। এ এজেন্টগণ জাপানের বিভিন্নস্থানে তাদের সমাবেশ গুলো ভেঙ্গে দেয়ার জন্য গুন্ডা নিয়োগ করেছেন। [**]

সুত্রঃ [*]সকল পূর্ব পাকিস্তানী পত্রিকা ২৯ ও ২৪ সেপ্টেম্বর ১৯৭১
[**]যুগান্তর/কালান্তর ২৩ সেপ্টেম্বর ১৯৭১
[***]দৈনিক সংগ্রাম ২৩ সেপ্টেম্বর ১৯৭১

Prepared by Salah Uddin