You dont have javascript enabled! Please enable it! 1971.09.21 | ২১ সেপ্টেম্বর ১৯৭১ | আজকের এদিনে (with references) - সংগ্রামের নোটবুক

1971.09.21 | ২১ সেপ্টেম্বর ১৯৭১ | আজকের এদিনে (with references)

২১ সেপ্টেম্বর ১৯৭১ আজকের এদিনে

সল্টলেক শরণার্থী শিবিরে পশ্চিমবঙ্গ মহিলা সমিতি আয়োজিত এক সমাবেশে ন্যাপ নেত্রী মতিয়া চৌধুরী বলেছেন দীর্ঘ ২৪ বছর যারা পাকিস্তানের মানুষের উপর অত্যাচার করেছে সেই আদমজী ইস্পাহানী এবং তাদের দল মুসলিম লীগই পাকিস্তান ভেঙ্গেছে। তিনি বলেন কায়েদে আজম ব্রিটিশ আমলে ব্রিটিশদের দালালী করে গেছেন তাই তিনি একদিনের জন্যও জেলে যাননি। পাকিস্তান পেয়েই তিনি বাঙ্গালীদের উপর ভাষা নিয়ে আক্রমণ চালান। প্রতিবাদ করলেই বলা হত ভারতের চর। তিনি বলেন আমাদের দেশ আমাদেরই স্বাধীন করতে হবে অন্য কেউ এসে স্বাধীন করে দিবে না। প্রতিটি যুবককে যুদ্ধে যেতে হবে মেয়েদের নার্সিং এর কাজ করতে হবে। তিনি বলেন ৫ বছরের নীচে শিশু সন্তানদের নিয়ে কোন মা স্বাধীন বাংলাদেশে ফিরতে পারবে কিনা সন্দেহ আছে। সভায় সভাপতিত্ব করেন কংগ্রেস নেতা প্রিয় রঞ্জন দাস মুন্সীর স্ত্রী বিদ্যা মুন্সী। আরও বক্তব্য রাখেন ডঃ ফুলবেনু গুহ এবং শেফালী ভট্টাচার্য।
জাতিসংঘ সাধারণ পরিষদে স্বাধীন বাংলাদেশের পক্ষে বক্তব্য পেশের বাংলাদেশ সরকারের ১৬ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদলের ১১ জন সদস্য আজ মুজিবনগর হইতে নিউনিয়র্ক পথে নয়াদিল্লী রওয়ানা হয়েছেন। প্রতিনিধিদলের অপর ৫ জন সদস্য ইতিমধ্যেই নিউইয়র্ক পৌছিয়াছেন বা পথে রহিয়াছেন বলিয়া জানা গিয়াছে। শেষ মুহূর্তে দলে আবুল হাসান মাহমুদ আলীকে অন্তর্ভুক্ত করা হইয়াছে।

পূর্ব পাকিস্তানের অভ্যন্তরে দায়িত্বরত বিবিসি সাংবাদিক Ronald Robson তার প্রতিবেদনে উল্লেখ করেছেন এ পর্যন্ত ১৬০০০০ শরণার্থী ভারত থেকে পূর্ব পাকিস্তানে ফিরে গেছে। তাদের গ্রহন করার জন্য সারা সীমান্ত জুড়ে ২৯ টি অভ্যর্থনা ক্যাম্প স্থাপন করা হয়েছে। প্রবল বন্যার জন্য (যশোর কুষ্টিয়া) ফেরত আসার স্রোত কমে গেছে পাকিস্তানীদের ভাষ্য হল সীমান্তে তাদের আসতে বাধা দেয়া হচ্ছে। ঝিকরগাছা কেন্দ্রের মাধ্যমে ৩৫০০ শরণার্থী দেশে ফিরেছে যাদের অধিকাংশই হিন্দু। নতুনদের মধ্যে প্রায় সকলেই মুসলমান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শরণার্থীরা বলেছেন ক্যাম্পে পরিবেশ খারাপ এবং মহামারীর ভয়ে তারা ফেরত এসেছেন। সেনা সহযোগিতায় তাদের গন্তব্য এ পৌঁছে দেয়া হচ্ছে।

নির্বাচন কমিশন ইতিপূর্বের ঘোষিত সময়সূচী বাতিল করে জাতীয় ও প্রাদেশিক পরিষদের শূন্য আসনে উপ-নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেন। পুনর্বিন্যাস্ত সময়সূচী অনুসারে ভোট গ্রহণ ১২ ডিসেম্বর শুরু হয়ে ২৩ ডিসেম্বর শেষ হবে। পিডিপি, কাইউম মুসলিম লীগ ও জামাত উপ নির্বাচন পিছানোর দাবী জানিয়ে আসছিল। দেড় কোটি ভোটার এই নির্বাচনের আওতাভুক্ত। পার্বত্য চট্টগ্রামে কোন নির্বাচন নেই এবং যশোরে একটি বাদে ও কুষ্টিয়া জেলার সকল আসনে নির্বাচন হবে। এদিকে কয়েকটি রাজনৈতিক দল কেন্দ্রীয় শান্তি কমিটি এবং ৭ শীর্ষ রাজনৈতিক নেতা মনোনয়ন পত্র দাখিলের সময় এক মাস বৃদ্ধির দাবী জানিয়েছেন। নেতারা হলেন খাজা খয়ের, গোলাম আজম, আব্দুল জব্বর খদ্দর, একিউএম শফিকুল ইসলাম, মওলানা সিদ্দিক আহমেদ, এটিএম আব্দুল মতিন, হাকিম ইরতেজা।

মামলার কারনে শেখ মুজিবের সংসদ সদস্যপদ এখনও বাতিল করা হয়নি। অজ্ঞাত কারনে ডঃ কামালের আসনও বাতিল করা হয়নি। তাই এই দু আসনের কোন উপনির্বাচন ৭৮ টির তালিকায় নেই।

জাতিসংঘ মহাসচিবের প্রতিনিধি উইলিয়াম মেকক ঢাকায় ত্রান কমিশনার মোহাম্মদ আলীর কাছে কিছু সাহায্য সামগ্রী হস্তান্তর করেন। জেনেভা জাতিসংঘ অফিস থেকে সব সামগ্রী এদেছে।

ঢাকায় জাতিসংঘ মহাসচিবের ত্রান সমন্বয়কারী সহকারী মহাসচিব পল মার্ক হেনরি তার দায়িত্ব পালনের জন্য ঢাকা এসে পৌঁছেছেন।

ব্রিটিশ এমপি

ব্রিটিশ লেবার এমপি জন ইভান্স বলেছেন ব্রিটিশ পার্লামেন্টের আগামী ১৮ অক্টোবর থেকে শুরু হওয়া অধিবেশনে বাংলাদেশের পক্ষে এবং পাকিস্তানের বিপক্ষে একটি প্রস্তাব উত্থাপন করা হবে। প্রস্তাবটি উত্থাপন করবেন ২২০ জন এমপি। প্রস্তাবে থাকবে বাংলাদেশকে স্বীকৃতি শেখ মুজিবের মুক্তি এবং পাকিস্তানকে সকল প্রকার সাহায্য দান বন্ধের প্রস্তাব। ২২০ জনের প্রায় সবাই লেবার পার্টির হলেও বেশ কয়েকজন রক্ষন শীল সদস্যও আছেন। তিনি বলেন তিনি মনে করেন পাকিস্তানের অত্যাচার যদি অব্যাহত থাকে এবং শরণার্থী আগমন যদি বন্ধ না হয় তবে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক বেবস্থা নিতে বাধ্য হবে। তিনি বলেন খুব বেশী দেরী হওয়ার আগেই জাতিসংঘ এবং বিভিন্ন দেশের সরকারের উচিত বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক বেবস্থা নেয়া। ফ্রেড ইভান্স বাংলাদেশ সম্মেলনে যোগ দিতে ভারতে গিয়ে ২১ সেপ্টেম্বর শরণার্থীশিবির পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের বলেন, তাঁর দেশের মানুষ বাংলাদেশকে মুক্ত করার ব্যাপারে একমত। ব্রিটেনের গণমাধ্যম এ ব্যাপারে সোচ্চার। সারা বিশ্বেই বাংলাদেশের পক্ষে জনমত গড়ে উঠছে।

বিবিধ

পূর্ব পাকিস্তানে মার্কিন কন্সাল জেনারেল স্পিভাক অর্থমন্ত্রী আবুল কাশেমের সাথে সাক্ষাৎ করেছেন।

প্রদেশের বিভিন্ন স্থানে বিদ্রোহীদের সাথে সংঘর্ষে ৪১ বিদ্রোহী নিহত হয়েছে।

সাধারন ক্ষমায় আরেকদফা বন্দী মুক্তি দেয়া হয়েছে।

বিচারপতি কামাল উদ্দিন হোসেন অস্থায়ী থেকে স্থায়ী বিচারপতি হয়েছেন। ইসলামাবাদে প্রেসিডেন্ট এ সংক্রান্ত এক আদেশ জারী করেছেন।

জাতিসংঘে পাকিস্তান প্রতিনিধি দল প্রধান মাহমুদ আলী নিউইয়র্ক পৌঁছেছেন।

দালাল তৎপরতা

লাহোরে নুরুল আমিন

লাহোরে বরকত ইসলামিয়া হলে এক সভায় পিডিপি প্রধান নুরুল আমিন বলেন পূর্ব পাকিস্তানের পরিস্থিতি ভালোর দিকেই যাচ্ছে। এতে আশার আলো দেখা যাচ্ছে। তিনি বলেন দেশের দুই অংশকে এক রাখা কেবল গনতন্ত্রের মাধ্যমেই সম্ভব তবে তা সামরিক সরকারের জন্য কোন ভাবেই সম্ভব নয়। গনতন্ত্রের অধীনে দুই অংশের নেতাদের ঘন ঘন বৈঠক ও মেলামেশা হলে ভুল বুঝাবুঝি কম হইবে। তিনি সামরিক সরকারকে সতর্ক করে বলেন একটি রাজনৈতিক দলকে আরেকটি রাজনৈতিক দলের বিরুদ্ধে খেলানো ভাল কাজ নয় তাহা দেশকে ধ্বংস করে। সপ্তাহব্যাপী পশ্চিম পাকিস্তান সফরশেষে ফিরে আসার আগে বিমান বন্দরে নূরুল আমিন সাংবাদিকদের জানান, ‘পাকিস্তানের সংহতি ও অখন্ডতা সম্পর্কে নতুন আস্থা নিয়ে দেশে ফিরে যাচ্ছি।’ ইয়াহিয়া খানের সাথে তার বৈঠকের ফলাফল সম্পর্কে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন তিনি প্রেসিদেন্তকে বলেছেন প্রস্তাবিত শাসনতন্ত্রে তার দলের ৮ দফার বাস্তবায়ন থাকতে হবে। তিনি বলেন কায়েদে আজম বার বার বলতেন পাকিস্তান গরীবদের জন্য ধনীদের জন্য নয় কিন্তু তিনি তার লক্ষ্য এ পৌছার আগেই ইন্তেকাল করেন। তিনি বলেন জাতীয় পরিষদ পূর্ণাঙ্গ হওয়া মাত্রই তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা উচিত। তিনি বলেন যারা বলেন থাকেন এখন থেকে সশস্র বাহিনী বা এক নায়কত্ত দেশকে একত্রে রেখেছে তিনি তাদের সাথে একমত নন। তিনি বলেন এ ধারনা যত দ্রুত লোপ পাবে তত দেশের মঙ্গল হবে। তিনি বলেন ১৯৫৮ সাল থেকে দেশের দু অংশের বন্ধন ভেঙ্গে গিয়েছিল তা একমাত্র জোড়া লাগাতে পারে গনতন্ত্র। তিনি বলেন দেশের দু অংশের জনগনের বন্ধন ছিঁড়ে যাওয়ার সুযোগ কাজে লাগিয়েছিল শেখ মুজিব।

গোলাম আজম

গোলাম আজম এক বিবৃতিতে বলেছেন শরণার্থীদের নিয়ে ভারতের পৈশাচিক খেলা বন্ধ এবং তারা যাতে ফিরে আসতে পারে তার জন্য ভারতকে বাধ্য করার জন্য জাতিসংঘ মহাসচিব এর কাছে তিনি আবেদন জানিয়েছেন। শরণার্থী শিবিরে কর্মরত ব্রিটিশ শিশু বিশেষজ্ঞ জন সিমেনের উদাহরন দিয়ে তিনি রিলিফ কার্যক্রমের ত্রুটির জন্য ভারতের সমালোচনা করেন। তিনি বলেন মানবিক কারনে প্রাপ্ত বিপুল সংখ্যক ত্রান সামগ্রী ভারত আত্মসাৎ করছে। তিনি বলেন সিম্যানের বরাত দিয়ে রয়টার খবর প্রকাশ করে শিবির গুলোতে এক থেকে দেড় লাখ শিশু মৃত্যুবরণ করেছে। তিনি বলেছেন আগামী জানুয়ারী নাগাদ আরও ৫ লাখ শিশু মারা যাবে। গোলাম আজম বলেন ভারতের শরণার্থী বেবস্থাপনায় ত্রুটির কারনে এটি ঘটছে।

মাহমুদ আলী

মাহমুদ আলী নিউইয়র্ক পৌঁছেছেন। জাতিসংঘ সাধারন পরিষদের ২৬ তম অধিবেশনে যোগ দেয়ার জন্য পাকিস্তান প্রতিনিধিদলের দলনেতা মাহমুদ আলী নিউইয়র্ক পৌঁছেছেন। সেখানে তার জন্য কঠোর নিরাপত্তা ব্যাবস্থা নেয়া হয়।

মন্ত্রী

স্বাস্থ্য ও তথ্যমন্ত্রী ওবায়দুল্লাহ মজুমদার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং এফডিসি পরিদর্শন করেছেন। শিল্প মন্ত্রী ব্যারিস্টার আখতার উদ্দিন সচিবালয়ে তার মন্ত্রনালয়স্থ সকল দপ্তর বিভাগের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশে ভাষণ দেন। ত্রান মন্ত্রী শামসুল হক সচিবালয়ে তার মন্ত্রনালয়স্থ কর্মচারীদের উদ্দেশে ভাষণ দেন। শিক্ষামন্ত্রী আব্বাস আলী খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল এবং জিন্নাহ হল পরিদর্শন করেছেন। মৎস্য ও বন মন্ত্রী অংশু প্রু চৌধুরী সচিবালয়ে তার মন্ত্রনালয়স্থ কর্মচারীদের উদ্দেশে ভাষণ দেন। রুশ কন্সাল জেনারেল ভ্যালেন্টিন প পো ভ এবং মার্কিন কন্সাল জেনারেল স্পিভাক অর্থমন্ত্রী আব্বুল কাশেমের সাথে সচিবালয়ে দেখা করেছেন। মৌলিক গণতন্ত্রী মন্ত্রী মোঃ ইসহাক মোহাম্মদপুর রিলিফ ক্যাম্প পরিদর্শন করেছেন।

ভারতের তৎপরতা

জাপানী এমপি
৪ সদস্য বিশিষ্ট জাপানী সংসদীয় প্রতিনিধিদল কলকাতার সল্টলেক শরণার্থী শিবির পরিদর্শন করেন। পরে তারা কলকাতায় পশ্চিমবঙ্গের গভর্নরের সাথে বৈঠক করেন এবং দিল্লীতে রওয়ানা দেন। দিল্লীতে তারা ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে বৈঠক করবেন। জাপান ভারতকে শরণার্থী ত্রান বাবদ ৫০ লাখ ইউএস ডলার দিয়েছে।

শিশু মৃত্যু রোধে শরণার্থী ক্যাম্প সমূহে চিকিৎসা সুবিধা বৃদ্ধি

শরণার্থী শিবির সমুহে শিশুদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দিয়েছে। অনেক শিশুই মারা গিয়েছে অনেকেই মৃত্যুর দ্বারপ্রান্তে। নদীয়ার ৪টি ক্যাম্পের একটি বালুক্কা ক্যাম্প এখানে ২৫০০০ শরণার্থীর ১০০০০ শিশু। এদের অনেকেই পেটের পীড়া রোগে আক্রান্ত। সমস্যা মোকাবেলায় ভারত সরকার অপারেশন লাইফ লাইন কর্মসূচী হাতে নিয়েছে। ৪ জেলার প্রত্যেকটিতে তারা ১৫টি করে অপারেশনাল থেরাপি ইউনিট স্থাপন করতে যাচ্ছে। প্রত্যেক ক্লিনিকে একজন ডাক্তার এবং ৪ জন নার্স ও প্রয়োজনীয় সংখ্যক অন্যান্য কর্মচারী নিয়োগ দেয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রী কেসি পন্থ

মেক্সিকো সফররত ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী কেসি পন্থ মেক্সিকোর প্রেসিডেন্ট লুইস ইচেভেরিয়ার সাথে বৈঠক করেছেন। বৈঠকে ভারতে আশ্রয় গ্রহণকারী বাংলাদেশের শরণার্থী নিয়ে আলোচনা হয়। তিনি রাষ্ট্রপতির কাছে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একটি পত্র হস্তান্তর করেন। মেক্সিকো ছাড়াও আরও কয়েকটি দেশ সফর করেছেন কেসি পন্থ এবং আরও কয়েকটি দেশ সফরও এখন বাকী।

বোম্বাই বিশ্ববিদ্যালয়ের একটি ত্রান দল মধ্য প্রদেশের কেন্দ্র শাসিত মাণা শরণার্থী শিবির পরিদর্শন করে ফিরে এসে সাংবাদিকদের বলেছে আমাশয় ও পেটের পীড়ায় প্রতিদিন ৩৫ শিশুর মৃত্যু ঘটছে। তারা বলেন পর্যাপ্ত ঔষধ থাকা সত্ত্বেও ডাক্তারের অভাবে এবং সঠিক চিকিৎসা বা পরিচর্যার অভাবেই শিশু মৃত্যু ঘটছে। তারা বলেন ৬০০০০ শরণার্থীর জন্য সেখানে মাত্র ৪ জন ডাক্তার কাজ করছে। তারা বলেন সেখানে খাদ্য ছাড়াও বস্রের অভাবও দেখা দিয়েছে।

কেন্দ্রীয় তথ্য দপ্তর আয়োজিত সাংবাদিক সম্মেলনে ভারতের ত্রান অতিরিক্ত সচিব কর্নেল লুথ্রা বলেচেন বাংলাদেশের শরণার্থীদের জন্য টাকা এবং জিনিষ পত্রে ভারত যে ১১২ কোটি টাকা সাহায্যের প্রতিশ্রুতি পেয়েছিল তার ৫ ভাগের একভাগও ভারত এখনও পায়নি। ভারত এখন পর্যন্ত পেয়েছে ১১ কোটি টাকা। তিনি বলেন শরণার্থীদের পিছনে ভারত সরকার প্রথম ৬ মাসেই খরচ করেছে ৪০০ কোটি টাকা। তিনি জানান একজন শরণার্থীর পিছনে খরচ হচ্ছে ২ টাকা ৭৭ পয়সা। তিনি বলেন পশ্চিম বঙ্গ থেকে শরণার্থী স্থানান্তর সন্তোষ জনক নয় এখন পর্যন্ত শরণার্থী সরানো হয়েছে চার লাখেরও কম। তিনি বলেন সরকার চায় ছোট ছোট শিবিরের পরিবর্তে বড় বড় শিবিরের মাধ্যমে শরণার্থীদের রাখার বেবস্থা করতে চায় এতে অনেক সুবিধা বেশী। শিবির পরিচালনায় শরণার্থীরা যুক্ত থাকুক সেটাও সরকার চায়। তিনি বলেন বন্যা শরণার্থী সাহায্যে বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি করছে। ত্রান বাবদ পাওয়া ট্রাক গুলি সেখানে পাঠানো যাচ্ছে না।

Prepared by Salah Uddin