পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ গঠনের লিফলেট
৩ মার্চ ১৯৪৮ তারিখের গোপন নথিতে জানা যায়, সাধারন ছাত্রদের কাছে East Pakistan Muslim Students League নামে একটি প্রতিষ্ঠান গড়তে মুজিব-তাজউদ্দীন সাক্ষরিত একটি লিফলেট বিলি করা হয়। এটি শেখ মুজিব স্বাক্ষরিত। বাংলা ভাগ হয়ে যাওয়ায় পূর্ব পাকিস্তানের জন্য আলাদা সংগঠনের প্রয়োজনীয়তা এখানে উল্লেখ করা হয়। [1, pp. 5–6]
References:
[1] S. Hasina, Secret Documents of Intelligence Branch on Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman, Vol I 1948-1950. Hakkany Publisher’s, 2018.