১৮ ফেব্রুয়ারী ১৯৭১ঃ মুজিব– নুর খান প্রথম বৈঠক
কাউন্সিল মুসলিম লীগের প্রধান সংগঠক এয়ার ভাইস মার্শাল নুর খান সকালে ধানমণ্ডির বাসভবনে শেখ মুজিবের সাথে ১ম দফা সাক্ষাৎ করেছেন। তিনি দেড় ঘণ্টা বেপি আলোচনায় শাসনতন্ত্র বিসয়েই আলোচনা করেছেন। তিনি বলেন আমি মত বিনিময় করতে এসেছি মধ্যস্থতা করতে নয়। তিনি ঢাকা সফরে ন্যাপ সাধারন সম্পাদক মশিউর রহমান এবং পিডিপি প্রধান নুরুল আমিনের সাথেও বৈঠক করবেন বলে জানান। ভুট্টোর জাতীয় পরিষদের অধিবেশন বর্জন সম্পর্কে তিনি বলেন এ দ্বারা একটি সঙ্কট সৃষ্টি হয়েছে। তিনি অবশ্য আশাবাদ ব্যক্ত করেন যে এ সঙ্কট কাটিয়ে উঠা সম্ভব হবে। তিনি বলেন আলোচনা শেষ হয়ে যায়নি, আলোচনার মাধ্যমে এখনো মতৈক্য প্রতিষ্ঠা সম্ভব। তিনি বলেন শাসনতন্ত্রে মুল সমস্যা হল শক্তিশালী কেন্দ্র নিয়ে। তিনি আশা করেন এতেও মতৈক্য পৌছা সম্ভব। আরেকটি সমস্যা হল পশ্চিম পাকিস্তানে ৬ দফা প্রয়োগ নিয়ে তবে এটা মনে রাখতে হবে আওয়ামী লীগ পশ্চিম পাকিস্তানে প্রতিনিধিত্ব করেনা।