সংবাদ
৭ই ফেব্রুয়ারি ১৯৬৯
মুজিব ও মোজাফফরের সঙ্গে আজ নসরুল্লাহ্ খানের সাক্ষাতের সম্ভাবনা
ঢাকা, ৮ই ফেব্রুয়ারী (পিপিআই)। -কেন্দ্রীয় গণতান্ত্রিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক নওয়াবজাদা নসরুল্লাহ খান আজ রাতে বলেন যে, প্রাদেশিক ‘ডাক’ নেতৃবৃন্দের সহিত তিনি আলোচনা প্রায় শেষ করিয়াছেন। প্রেসিডেন্টের গোল টেবিল বৈঠকের প্রস্তাব বিবেচনার জন্য কেন্দ্রীয় ‘ডাকে’র বৈঠক নির্ধারিত তারিখের পূর্বে অনুষ্ঠিত করার বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত গ্রহণ করা হইবে। তিনি বলেন যে, আগামীকাল তিনি কারাগারে আটক অধ্যাপক মোজাফফর আহমদ ও সামরিক হেফাজতে আটক শেখ মুজিবর রহমানের সহিত সাক্ষাতের চেষ্টা করিবেন।
নওয়াবজাদা নসরুল্লাহ খান আজ রাতে হোটেল শাহবাগে সাংবাদিকদের সহিত আলোচনা করিতেছিলেন।
নওয়াবজাদা বলেন যে, প্রেসিডেন্টের প্রস্তাবের বিষয়ে কেন্দ্রীয় ‘ডাক’ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করিবে। তিনি বলেন যে, কেন্দ্রীয় ‘ডাকের’ বৈঠকের শেষে তিনি প্রেসিডেন্টের সহিত সাক্ষাৎ করিতে পারেন। ‘ডাক’ প্রধান নওয়াবজাদা নসরুল্লাহ খান গতকাল রাতে এখানে আগমনের পর আওয়ামী লীগ (উভয় গ্রুপ) ন্যাপ, নেজামে ইসলাম, জামাতে ইসলামী, পি ডি এম, এন, ডি, এফ- এর প্রতিনিধিদের সহিত গুরুত্বপূর্ণ আলোচনা সম্পন্ন করিয়াছেন।
সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯