শরণার্থী সমস্যা মােকাবিলার জন্য রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে উদ্যোগী হয়ে সম্মেলন ডাকতে হবে
“কালান্তরের” প্রতিনিধির কাছে শরণার্থীদের দুরবস্থা সম্পর্কে
ডাঃ সমর রায় চৌধুরীর মর্মস্পশী বিবরণ
(স্টাফ রিপাের্টার)
কলকাতা, ৫ জুন বাঙলাদেশের শরণার্থীদের জন্য রিলিফ ও তাদের সেবা কার্যে ঢিলেঢালা ভাব ও গাফিলতি চারটি সীমান্ত রাজ্য পশ্চিমবাঙলা, ত্রিপুরা, আসাম ও মেঘালায় যে গুরুতর পরিস্থিতির সৃষ্টি করেছে, ডাঃ সমর রায় চৌধুরী আজ “কালান্তর” প্রতিনিধির কাছে সেকথা ব্যক্ত করেন। তিনি বলেন যে এক সপ্তাহে ৪ হাজার শরণার্থীর কলেরায় মৃত্যু ‘৫০-এর মন্বন্তরের পর আর কখনাে শােনা যায় নি। একদিকে দ্রুত কতকগুলি কর্তব্য সম্পাদনে মিলিটারি দপ্তরের সহায়তা এবং তারই সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠানের সম্মিলিত বিপুল কার্যক্রম গ্রহণ করা ছাড়া বহু ধরণের মহামারী প্রতিশােধের কোন উপায় নেই বলে ডাঃ রায় চৌধুরী মন্তব্য করেন। তিনি বলেন যে, সেবাকার্যের জন্য স্বেচ্ছাসেবী ও কর্মী সংগ্রহের পরও প্রকৃত কাজের জন্য তাদের যে টাকার প্রয়ােজন হবে, সরকার ছাড়া অন্য কারাের পক্ষে সেই বিশাল দায়িত্ব গ্রহণ করা সম্ভব নয়। তিনি প্রস্তাব করেন যে, পশ্চিম বাঙলার অবস্থাকে মােকাবিলার জন্য স্বাস্থ্য মন্ত্রীরই উদ্যোগী হয়ে সংশ্লিষ্ট সকলের একটি সম্মেলন আহ্বান করা এখনই একটি অতি-আবশ্যিক কর্তব্য।
ডাঃ রায় চৌধুরী বলেন যে কলেরার প্রতিষেধক ইনজেকসন কিংবা বসন্তের টিকা দিলেই মহামারী প্রতিরােধ হয়। প্রচলিত এই ধারণাটি ভ্রান্ত। ক্লান্ত ও অবসন্ন শরীরে টিকা প্রভৃতি যথেষ্ট প্রতিরােধশক্তি সৃষ্টি করতে পারে না। তাছাড়া পানীয় জলের অভাব, পায়খানার অভাবে খােলা জায়গায় মলমূত্র ত্যাগ, বর্ষার জলে ঐসব মলমূত্র অঞ্চলের ডােবা পুষ্করিণীতে প্রবেশ প্রভৃতি নিয়ত মহামারীর বিষ ছড়াতে থাকবে। ডাঃ রায় চৌধুরীর অভিমত হ’ল এই যে, সামগ্রিকভাবে মিলিটারিকে কাজে লাগালেও পাইকারীহারে অতি পানীয় জলের জন্য কল বসাননা। পায়খানা খােলা প্রভৃতি কাজে যুদ্ধের নিষ্ঠা প্রয়ােজন হবে। ডাঃ রায় চৌধুরী সঙ্গে সঙ্গেই বলেন যে জনসাধারণের বিপুল উদ্যম ও সহযােগিতা ছাড়া কেবলমাত্র মিলিটারি শরণার্থীদের সেবাকার্য, এমন কি মহামারী প্রতিরােধের কাৰ্য্যকে সম্পন্ন করতে পারে সেকথাও ঠিক নয়। প্রকৃত প্রয়ােজন হল সামগ্রিক প্রয়াস এবং সম্মিলিত প্রয়স। ডাঃ রায় চৌধুরী হুশিয়ারি জানিয়ে বলেন যে, ইতােমধ্যেই অনেক বিলম্ব হয়ে গেছে। এখনই সকলে তৎপর না হলে ভয়াবহ বিপদ আমাদের সকলের সামনে ঝুলছে।
সূত্র: কালান্তর ৬.৬.১৯৭১