১৫ ফেব্রুয়ারী ১৯৭১ঃ জাতীয় পরিষদের অধিবেশনের জন্য প্রাদেশিক সংসদ ভবনকে প্রস্তুত করা হচ্ছে।
আইউব নগরের পরিষদ ভবনের নির্মাণ কাজ সমাপ্ত না হওয়ায় সরকার ১৮ লক্ষ টাকা ব্যয় করে প্রাদেশিক পরিষদ ভবনকে ৩১৩ আসনের জাতীয় পরিষদের আসন্ন অধিবেশনের জন্য প্রস্তুত করছে। আগে এই পরিষদের ধারন ক্ষমতা ছিল মাত্র ১৫০ জন। পরিষদ সদস্যদের থাকার জন্যও হোস্টেলের ব্যবস্থা করা হয়েছে। সদস্যদের আবাসিক সুবিধা নিতে ২০ ফেব্রুয়ারির মধ্যে জানাতে বলা হয়েছে। আগামী ৩ মার্চ পাকিস্তানের প্রথম সাধারন নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হবে।