১৫ ফেব্রুয়ারী ১৯৭১ঃ অন্যান্য পশ্চিম পাকিস্তানী দল পিপিপিকে অনুসরণ করবে।
করাচীতে পাকিস্তান পিপলস পার্টি জানিয়েছে তাদের সিদ্ধান্ত সমর্থন করে অন্যান্য পশ্চিম পাকিস্তানী দল তাদের পদাঙ্ক অনুসরণ করবে। তার দল ইতিমধ্যে দেশের ৪টি প্রধান দলের সাথে আলোচনা সমাপ্ত করেছে। তারা নিশ্চিত করেছে কাইউম মুসলিম লীগ, কাউন্সিল মুসলিম লীগ , জামায়াতে ইসলাম ইতিমধ্যে তাদের জানিয়ে দিয়েছে ৬ দফা দেশের সংহতির জন্য বিপজ্জনক এবং এ বিষয়ে পিপিপি এর সিদ্ধান্ত তারা মেনে চলবে। তাদের সাথে আলোচনা করেই ভুট্টো এ সিদ্ধান্ত নিয়েছেন। ওয়ালি ন্যাপ ও পিপিপির সিদ্ধান্ত মেনে চলবে এরকম আশ্বাস তারা দিয়েছে।