You dont have javascript enabled! Please enable it! 1971.02.15 | ১৫ ফেব্রুয়ারী ১৯৭১ঃ সেদিন একজনই প্রতিবাদ করেছিলেন - মুজিব - সংগ্রামের নোটবুক

১৫  ফেব্রুয়ারী ১৯৭১ঃ সেদিন একজনই প্রতিবাদ করেছিলেন– মুজিব

বাংলা একাডেমীর সপ্তাহব্যাপী অমর একুশে অনুষ্ঠানমালার উদ্বোধনী দিনে শেখ মুজিব উপস্থিত জনতাকে বাংলা ভাষার বিরুদ্ধে কায়েমি স্বার্থবাদীদের চক্রান্তের কথা স্মরন করিয়ে দেন। তিনি বলেন বাংলা ভাষার বিরুদ্ধে ১৯৪৮ সালেই চক্রান্ত হয়েছিল। তখন করাচীতে গণপরিষদের অধিবেশনে ঘোষণা করা হয়েছিল উর্দুই হবে দেশের রাষ্ট্র ভাষা। পূর্ব পাকিস্তানের ৪৪(৪০) জন গন পরিষদ সদস্যদের কেউ তখন প্রতিবাদ করেননি, করেছিলেন কেবল ব্রাহ্মণবাড়িয়ার কংগ্রেস দলীয় হিন্দু সাধারন আসনের এমএলএ এবং গণপরিষদে এমসিএ ধীরেন্দ্র নাথ দত্ত।
নোটঃ প্রথম গন পরিষদে অমুসলিম আসন ছিল ১৩ টি। পূর্ব পাকিস্তানের কোটার ৪টি আসন পশ্চিম পাকিস্তানীদের উপহার দেয়া হয়েছিল। বাকী সকল আসন ছিল মুসলিম লীগের। পরিচিত মুসলিম লীগ নেতার হলেন মওলানা আকরাম খা, ইকবাল মাহমুদের পিতা আব্দুল্লাহ আল মাহমুদ, হাবিবুল্লাহ বাহার, হাসন রাজা ওয়ারিশ মুর্তজা রাজা চৌধুরী, অবজারভার হামিদুল হক, অক্ষয় কুমার পরে মন্ত্রী, প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ , দরবেশ পিতা ফজলুর রহমান, শেরে বাংলা এ কে ফজলুল হক, সোহরাওয়ারদি ভাতিজী রেহমান সোবহানের শাশুড়ি ইক্রামুল্লাহ, মফিজ উদ্দিন কুমিল্লা, এ এম মালিক, জোগেন্দ্র নাথ মণ্ডল পরে মন্ত্রী, মাহমুদ আলী সিলেট, নুরুল আমিন পরে পাকিস্তানী, হোসেন শহীদ সোহরাওয়ারদি বহিষ্কৃত, তমিজ উদ্দিন রাজবাড়ী।