You dont have javascript enabled! Please enable it! 1971.11.13 | ৩ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান - সংগ্রামের নোটবুক

১৩ ফেব্রুয়ারী ১৯৭১ঃ ৩ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান

এক সরকারী নোটের মাধ্যমে প্রেসিডেন্ট ইয়াহিয়া শাসনতন্ত্র প্রনয়নের জন্য ৩ মার্চ সকাল ৯ টায় জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেছেন। ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন আহবান করায় অভিনন্দন জানিয়েছেন পি ডি পি পূর্ব পাকিস্তান প্রধান নুরুল আমিন, পাকিস্তান ন্যাশনাল লীগ এর আতাউর রহমান, জামাতে ইসলামীর পূর্ব পাকিস্তান প্রধান গোলাম আজম, ওয়ালী ন্যাপ এর পূর্ব পাকিস্তান প্রধান অধ্যাপক মোজাফফর আহমেদ। পিপিপি এর পক্ষ থেকে জানানো হয় ৩ তারিখ আহুত পরিষদের অধিবেশন ডাকাতে তাদের কোন আপত্তি নাই। এদিন আওয়ামী লীগ এবং ভাসানি ন্যাপ কোন প্রতিক্রিয়া ব্যক্ত করেনি।