মহিলা এমপি চিরকাল বিতর্কের জন্ম দিয়ে আসছে।
১৯৬৫ সনে খুলনার এক ওয়াপদা প্রকৌশলীর স্ত্রী ছিলেন সৈয়দা রাজিয়া ফয়েজ। অবিবাহিত সবুর খানের সাথে তার কিছু একটা দেয়া নেয়া ছিল। সেই সুত্র ধরে মাত্র ৩০ এর কাছাকাছি রাজিয়া এমএনএ হয়ে গেলেন। ৭০ সালে আওয়ামী লীগের এত ত্যাগী নেত্রী বাদ দিয়ে দলের বাইরে থেকে শেরেবাংলা নাতনী রাজিয়া বানু এমএনএ হয়ে গেলেন। ফলাফল রাজিয়া বানুর মা রইসি বেগম এবং মামা ফায়জুল হক স্বাধীনতার বিরোধিতা করেছিলেন।
ছবিঃ ১৯৭০ মহিলা এমএনএ