You dont have javascript enabled! Please enable it! 1971.02.12 | ৬ দফার উপর পরিষদে বিতর্ক হওয়া উচিত - দওলতানা - সংগ্রামের নোটবুক

১২ ফেব্রুয়ারী ১৯৭১ঃ ৬ দফার উপর পরিষদে বিতর্ক হওয়া উচিত – দওলতানা
কাউন্সিল মুসলিম লীগ প্রধান মিয়া মমতাজ দওলতানা মুলতানে সাংবাদিকদের বলেছেন পাকিস্তানের অখণ্ডতা ও আদর্শের এ সঙ্কটময় মুহূর্তে সকল জাতীয় পরিষদ সদস্যদের মধ্যে সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন জাতীয় পরিষদ সদস্যরা সু শিক্ষিত বিধায় তাদের পক্ষে যথাসময়ে শাসনতন্ত্র প্রনয়ন অসুবিধা হবে না। তিনি আশা করেন যে জাতীয় পরিষদ সদস্যরা যথার্থ মুসলমান ও দেশপ্রেমিক বলে তারা ইসলামের অনুশাসনের বিরুদ্ধে কোন শাসনতন্ত্র প্রনয়ন করবেন না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন আওয়ামী লীগের ৬ দফার উপকারিতা অন্যান্য সদস্যকে বুঝাবার জন্য পরিষদে উহার উপর বিতর্ক অনুষ্ঠান হওয়া উচিত।