You dont have javascript enabled! Please enable it! 1971.02.10 | ময়মনসিংহের নান্দাইলে সৈয়দ নজরুল ইসলাম - সংগ্রামের নোটবুক

১০ ফেব্রুয়ারী ১৯৭১ঃ ময়মনসিংহের নান্দাইলে সৈয়দ নজরুল ইসলাম

পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম ময়মনসিংহের নান্দাইলের চণ্ডীপুরে এক জনসভায় বলেন ৭ কোটি জনগনের শতকরা আশি ভাগ ভোটার আওয়ামী লীগকে ভোট দিয়ে জাতীয় পরিষদে ১৬২ এর মধ্যে ১৬০ এবং প্রাদেশিক পরিষদে ৩০০ টি আসনের মধ্যে ২৮৮ টি আসনে নির্বাচিত করা সত্ত্বেও যারা ৬ দফা বানচালের স্বপ্ন দেখছেন তারা আহাম্মকের স্বর্গে বাস করছেন। তিনি বলেন এমন কোন শক্তি নেই যে আমাদের প্রানের দাবী ৬ দফাকে বানচাল করতে পারে। নজরুল ইসলাম পিডিপিকে ইঙ্গিত করে বলেন সারা পাকিস্তানে তারা (নুরুল আমীন) কেবল নান্দাইল আসনে জয়লাভ করেছে। তারা নির্বাচনের সময় বলেছিল আওয়ামী লীগ জয়লাভ করলে দেশে মসজিদ থাকবে না, কেহই নামাজ পড়তে পারবে না, বাংলাদেশ ভারতের কাছে বিক্রি হয়ে যাবে। তিনি বলেন নির্বাচনের পর কোথাও মসজিদ ভাঙ্গা হয়নি, সবাই নামাজ পড়ছে, দেশও আছে। জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রফিকউদ্দিন ভুইয়ার সভাপতিত্তে অনুষ্ঠিত জনসভায় জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শামশুল হক এমপিএ, নান্দাইল থানা আওয়ামী লীগ নেতা মজিবর রহমান বক্তৃতা করেন। পরে সৈয়দ নজরুল ইসলাম নান্দাইল বালিকা বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।