চ্যালেঞ্জ মােকাবেলায় দুই দেশের মধ্যে সর্বস্তরে সহযােগিতা কাম্য: রাষ্ট্রপতি
ঢাকা: বাংলাদেশ ও মালয়েশিয়ার জনগণের জীবনমান সর্বাঙ্গীণ সুন্দর করে গড়ে তােলার উদ্দেশ্যে উভয় দেশ যাতে যৌথভাবে ভবিষ্যতে সকল চ্যালেঞ্জ মােকাবেলা করতে পারে তজ্জন্য দুই দেশের মধ্যে সর্বক্ষেত্রে সহযােগিতা ও পারস্পরিক বিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। মালয়েশিয়ার মহামান্য রাজা টংকু আবদুল হালিশ মােয়াজ্জাম শাহ ও রাণী টুঙ্কু বাহিয়ার সম্মানে রাষ্ট্রপতি জনাব মােহাম্মদ উল্লা ও বেগম মােহাম্মদ উল্লা প্রদত্ত রাষ্ট্রীয় ভােজসভায় রাষ্ট্রপতি একথা বলেন।১১
রেফারেন্স:
৩ ডিসেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত