এলসি খােলা বন্ধ রাখায় আমদানির সুফল পাওয়া যাচ্ছে না
ঢাকা: এলসি খােলা বন্ধ রাখার দরুন ৭৪-৭৫ অর্থবছরের গােটা আমদানি নীতি ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। উল্লেখ্য, জুলাই-ডিসেম্বর শিপিং পিরিয়ডে মােট ২২০ কোটি টাকার পণ্য সামগ্রী আমদানি করার কথা ছিল। কিন্তু এ পর্যন্ত মাত্র সাড়ে ২১ কোটি টাকার পণ্য সামগ্রী এসেছে। এছাড়া আরাে প্রায় ১০ কোটি টাকার পণ্য এসেছে ওয়েজ আর্নিং স্কিমের মাধ্যমে। এবং আরাে প্রায় ৭ কোটি টাকার পণ্য আসার পথে রয়েছে বলে নির্ভরযােগ্য সূত্রে জানা যায়।৯০
রেফারেন্স:
৩০ নভেম্বর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত